Rahman ya Rahman
Singer | Mishari Alafasy |
Composition | Mishari Alafasy |
Direction | Dema Ghartshof |
Song Writer | Aglan Thabet |
Rahman ya Rahman
sā‘idnii ya Raḥman
isyraḥ sadrī Quran
imla’ qalbī Quran
washlīh ḥayatī Qurān
Lillāh Lillāh
yahfū amalī Lillāh
waliḥifzhi kitābillāh
min awali bismillāh
Lilkhatmi wa lilridhwān
Raḥman ya Raḥman
sā‘idnii ya Raḥman
isyraḥ sadrī Quran
imla’ qalbī Quran
washlīh ḥayatī Qurān
ya Nūr ya Nūr
ya muḥkamu ya tanzīl
li Muḥammadi ‘an jibrīl
min rabbil arsyi dalīl
lil’alami wal insān
takbīr takbīr
lilḥāfizhi wa huwa shaghīr
wadda’ul ‘aini qarīr
yaḥmilu fajrā līyunīr
bitilāwatihil akwān
Raḥman ya Raḥman
sā‘idnii ya Raḥman
isyraḥ sadrī Quran
imla’ qalbī Quran
washlīh ḥayatī Qurān
Arabic version
رحمن يا رحمن
ساعدني يا رحمن
اشرح صدري قرآن
أملأ قلبي قرآن
واسقي حياتي قرآن
لله لله
يهفو أملي لله
ولحفظِ كتابِ الله
من أولِ باسم ِ الله
للختم وللرضوان
رحمن يا رحمن
ساعدني يا رحمن
اشرح صدري قرآن
أملأ قلبي قرآن
واسقي حياتي قرآن
يا نور يا نور
يا مُحكم يا تنزيل
لمحمد عن جبريل
من رب العرش دليل
للعالم والأنسان
تكبير تكبير
للحافظِ وهو صغير
وضـّاء العين قرير
يحملُ فجراً ليــُـنير
بتلاوته الأكوان
الله، الله
اللهم اجمعنا
بكتابك وانفعنا
واجعله لنا حصنا
وهدا أبدا وأمان
رحمن، رحمن
ساعدني يا رحمن
إشرح صدري قرآن
إملاء قلبي قرآن
واسقي حياتي قرآن
رحمن يا رحمن
رحمن يا رحمن
Rahman ya Rahman Enlish Translation
Rahman Oh Rahman (the Most Merciful)
Aid me Oh Merciful
Fill my heart with love of the Quran
Open my heart to the Quran
And pour the Quran in my life
For Allah, For Allah
My desire for Allah is passionate
So i can learn the book of Allah
Start with Bismillah (In the name of Allah)
For the closure (of the Quran) and his approval
Rahman Oh Rahman (the Most Merciful)
Aid me Oh Merciful
Fill my heart with love of the Quran
Open my heart to the Quran
And pour the Quran in my life
Oh Nur oh Nur (oh light, oh light)
Oh Quran you descended to the graduate
Onto Muhammad SAW by Jibril
Guided by the Lord of the Throne
For man and all that exists
Takbir, Takbir (Allah is the Greatest, Allah is the Greatest)
For the one while young who learnt the Quran
The eyes illuminate with serenity & content
Bearing the light of the Fajr (dawn) shining
And the universe enriched the recitation
বাংলা উচ্চারণ
রহমান ইয়া রহমান
সা-’ঈদনী ইয়া রহমান
ইশরহ ছদরী কুরআন
ইমলা’ কলবি কুরআন
ওয়াসকি হায়াতি কুরআন
লিল্লাহ লিল্লাহ
ইয়াহফূ আমালী লিল্লাহ
ওয়ালি হিফজি কিতাবিল্লাহ
মিন আওয়ালি বিসমিল্লাহ
লিল খতমি ওয়ালির রিদওয়ান
ইয়া নূর ইয়া নূর
ইয়া মুহকামু ইয়া তানযিল
লি মুহাম্মদি ’আন জিব্রিল
মীররাব্বিল আরশী দালীল
লিল-আলামি ওয়াল ইনসান
তাকবীরে তাকবীর (আল্লাহু আকবার)
লিল-হাফিয ওয়াহুয়া সগির
ওয়াদ্দা-উল আইনি ক্বরীর
ইয়াহমালু ফাজরান লিয়ুনি-র
বি-তিলাওয়াতিহিল আকওয়ান
আল্লাহ আল্লাহ!
আল্লাহুম্মা ইজমা’না
বিকিতাবিকা ওয়ানফা’না
ওয়াজআলহু লানা হিসনা
ওয়া-হুদা আবাদান ওয়া-আমান।
রহমান ইয়া রহমান
সা-’ঈদনী ইয়া রহমান
ইশরহ ছদরী কুরআন
ইমলা’ কালবি কুরআন
ওয়াসকি হায়াতি কুরআন
রহমান ইয়া রহমান গজল বাংলা অনুবাদ
রহমান ও রহমান (পরম করুণাময়)
হে দয়াময়, আমাকে সাহায্য করুন।
আমার হৃদয় কুরআনের ভালবাসায় পূর্ণ করুন
কুরআনের প্রতি আমার হৃদয় খুলে দিন
আর আমার জীবনে কুরআন ঢেলে দিন।
আল্লাহর জন্য, আল্লাহর জন্য
আল্লাহকে পাওয়ার বাসনা আমার প্রবল
তাই আমি আল্লাহর কিতাব শিখি
বিসমিল্লাহ (আল্লাহর নামে) দিয়ে শুরু করি
তাঁর সন্তুষ্টির জন্য শেষ করি।
রহমান ও রহমান (পরম করুণাময়)
হে দয়াময়, আমাকে সাহায্য করুন।
আমার হৃদয় কুরআনের ভালবাসায় পূর্ণ করুন
কুরআনের প্রতি আমার হৃদয় খুলে দিন
আর আমার জীবনে কুরআন ঢেলে দিন।
হে নূর! হে নূর (কুরআন)
হে মুহকাম, হে তানজিল (কুরআন)
যা মুহাম্মদের কাছে নিয়ে এসেছেন জিবরাইল
দলিল হিসেবে আরশের প্রভুর নিকট থেকে
বিশ্বজগতের সমস্ত মানুষের জন্য।
তাকবির! তাকবির! (বিষ্ময়কর সূচক আল্লাহু আকবার ধ্বনি)
ছোট্ট বাচ্চারাও হতে পারে তার হাফিজ
তা নির্মল ঝরণা ধারার মতোই পবিত্র
তার তিলাওয়াত দ্বারা ফজর উদিত হয়
বিশ্বজগতকে আলোকিত করার জন্য।
হে আল্লাহ! হে আল্লাহ!
তোমার কিতাবের মাধ্যমে আমাদেরকে একতাবদ্ধ রাখো এবং
তাঁকে আমাদের জন্য কল্যাণময় করো
তাঁকে সর্বাদা আমাদের জন্য করো হিদায়াতের সুরক্ষিত দূর্গ ও আশ্রয়স্থল।