Lyrics Club লিরিক্স ক্লাব; Best Collection of Bangla songs and bangla gojol

Lyrics Club লিরিক্স ক্লাব

Lyrics Club লিরিক্স ক্লাব; Best Collection of Bangla songs and bangla gojol

Lyrics Club is the best site to enjoy popular songs of different categories and flavors together on one platform. In other words, lyrics club is the lyrics archive or collection of Islamic song, Bangla Islamic song, gojol, bangla gojol, Islamic nasheed, English song, Arabic nasheed, bangla islamic song, bangla popular song, Bangla wedding song, desher gan, popular Hindi song etc.

Bangla songs and lyrics have a glorious history. Songs, poems, gojol and puthi have a significant connection with the life of Palligaon (village people). The farmers of this country grow their crops to the tune of Palligiti (A type of Bangla folk song), the boatman pulls their oar and sway to the tune of Bhatiali ((A type of Bangla folk song), the carts of cows to the tune of Bhavaiya, and the man and woman floats their eyes to the tune of Moromi song and Puthi. Folk songs, Baul songs, Jari-Sari songs, Pala songs, Kawali, Sufi, Maisvandari, and Murshedi songs fill the hearts of the masses. We have added some magic tonnes of all these songs in our Lyrics Club. For this, you will be surprised When you will hear the song of Lyrics Club.

Heart-warming tunes of Ghazir geet, Gambhira, Chatka, etc. soar in the sky of this country from different regions. Nazrul Sangeet, Rabindra Sangeet, Lalangiti, Abbas Uddin and Hasan Raja’s tunes are always transmitted in the voice of 18 crore Bangles. Bengali songs have acquired innumerable and timeless beautiful country song through legendary lyricists and composers like Dijendra Lal Roy, Apel Mahdum, Manna Dey, Abdul Jabbar, Moniruzzaman, Pratul Mukhopadhyay, Gouriprasanna Majumdar, Azad Rahman, Abdul Latif, Gobind Halder, Abdul Ghaffar Chowdhury, Naeem Gohar, Syed Abdul Hadi and so on. Which can create obsession in the mind of the listeners instantly. The lyrics club always respects them. so, Lyrics Club preserves the lyrics and melodies of these legends’ timeless songs with utmost care.

Ustad Alauddin Khan gained fame by presenting Bangla songs in the world court for the first time. He took the title from Queen Victoria by performing music at special functions of the British royal family. The music Ustad Alauddin Khan spread the melody over the world, has been taken forward by Hasan Raja the father of Moromi song, Abdul Alim, the uncrowned emperor of Palligiti, Abbas Uddin, and Shah Abdul Karim, the emperor of Bhawaya song. Lyrics club has collected their song too.

A huge part of Bangla songs is Bangla Baul songs or Bangla folk songs. Music saints like Abdur Rahman Bayati, Shah Abdul Karim, Abdul Quddus Bayati, Sheikh Wahidur Rahman, Bari Siddiqui, Fakir Alamgir, Mridul Kanti Chakraborty, and Fakir Lalon Shah have played a leading role in making Baul song (Bangla folk song) a place in people’s hearts. Their song has in the lyrics club. 

Lyrics Club is trying to gather the scattered pearls of Bangla folk song and weave them into a single yarn. Our website has hundreds of Bangla folk song collections. Many of the lyrics and tunes have been Decomposed over time. Lyrics Club is trying to find out the original lyrics and tunes of the songs.

Towards the end of the 20th century, a new genre in Bangla music emerged, known as modern music. It is through this genre that Bangla music comes out of the ancient style. Bangla modern songs have been flourished with the help of Gazi Mazharul Anwar, Mohammad Rafiquzzaman, Subir Nandi, Firdausi Rahman, Sabina Yasmin, Runa Laila, Kanak Chapa, Nachiketa, Kumar Shanu, Androkishore, Monir Khan, Asif Akbar, Kumar Biswajit and Khalid Hasan Milu, Shahnahaz Rahmatullah and others. Lyrics Club has collected popular and soulful songs from the sea of ​​Bangla modern songs and put its basket.

Bangla pop song has the golden chapter of Bengale songs. Azam Khan, Ayub Bachchu, and James’s guitar magic have made Bangla pop songs a special place in the heart of the audience. 

Lyrics Club লিরিক্স ক্লাব; Best Collection of Bangla songs and bangla gojol

Moreover, another popular genre in Bangla music is the Islamic song. The lyrics club added an Islamic song too. There are different branches of this genre such as gojol, marami gojol, Hamd, naat, prayer song, awaking song, etc. with variations in Lyrics, Tune, and singing style.

Sur Samrat (The King of melody) Abbas Uddin is considered the father of Bangla Islamic song. With his encouragement and motivation, rebel poet Kazi Nazrul Islam started walking in this direction. Bangladesh’s national poet Kazi Nazrul’s first Islamic song was ‘O mon ramjaner e rojar sheshe Elo khushir Eid” (happy Eid came at the end of Ramadan fasting). 

At that time there was a Golden age of Shyama Sangeet in praise of the Gods and Goddesses of Hinduism. Music directors and production companies were also busy with Shyama music. Artist Abbas Uddin touched the joy of Shyama Sangeet with that Eid song. He went to Kazi Nazrul Islam’s house and staged an application for an Islamic song. He continued to convince Nazrul in various ways, that If he writes an Islamic song, it will gain audience and get a hit. Nazrul agreed to the proposal. In a moment he wrote ‘O mon ramjaner e rojar sheshe Elo khushir Eid”. Lyrics Club added this song especially. The triumph of Bangla Islamic music begins from here. by the time Islamic songs gained great popularity. As a result, many non-Muslim singers also started changing their names to Muslim nicknames to capture the market and gain popularity in Islamic songs field.

After Abbas Uddin, poet Jasim Uddin, Ghulam Mustafa, and poet Farrukh Ahmed added new dimensions to Bangla Islamic songs. However, the poet Motiur Rahman Mollik has freed the Islamic song from the circle of devotional words and made it complete with words based on life. through his efforts, Islamic song began to circulate without a musical instrument and was able to gain wide acceptance in Islamic society. Poet Mollik brings up a new trend in the lyrics and melody of Islamic songs. So, the lyrics club always remembers.

as well as established many small and large cultural organizations to spread this special song throughout the country. Saimum Shilpigosthi (cultural organization), Anoopam Shilpigosthi (cultural organization) are the most prominent among them.

The main lyricists in the Mollik style of Islamic music are – poet Matiur Rahman Mallik, Ustad Tafazzal Hossain Khan, poet Ghulam Mohammad, Chaudhuri Ghulam Mawla, Masud Rana, Abul Ala Masum, Zakir Abu Zakir, Dr. Mahfuzur Rahman Akand, Abu Taher Belal, Bilal Hossain Nooree and Others. Popular composers and artists are Liton Hafiz Chowdhury, Tariq Manowar, Saifullah Mansur, Moshiur Rahman, Gholam Mawla, Amirul Mominin Manik, Nawshad Mahfuz, Mahfuz Billah Shahi, Abdus Salam, and Others.  The lyrics club gives importance to their song.

Iqbal Hossain Jiban, Gazi Anas Roshan, Munaim Billah, Shahabuddin Shihab, Didarul Islam, Tawhidul Islam, and Zaima Noor are among the popular Islamic music artists of the present time. Lyrics Club is a large archive of Islamic songs in the Mollik genre. Here are the lyrics of some songs that have been lost in time. Lyrics Club does try to collect them.

Another bright star in the world of Bangla gojol is Ainuddin Al Azad. He is appreciated for his Awaking and protest-style Islamic songs. He is the creator of more than a thousand bangla gojol. Out of his natural genre, the song “Bandhu” managed to create a massive response across the board. Ainuddin Al-Azad’s institute, Kalarab Shilpigosthi (cultural organization) has gained incredible popularity nowadays. It was through this organization that the use of modern equipment started in Bangla Islamic songs. With quality audio video and easy-to-understand lyrics, they have managed to win the hearts of audiences even in inaccessible areas. These songs must get to stay in the lyrics club. 

Kalarab’s YouTube channel is currently the biggest platform for Bangla gojol. Badruzzaman, Abu Raihan, Abu Saeed, Ahmad Abdullah, and Tawhid Jamil are among the popular artists of Kalrab. Lyrics Club is compiling all kolorob gojol with great care. Lyrics Club is the best choice to get the best songs of Kalarab together on one page.

Beyond these two genres, there is a vast field of Islamic songs. Murshdi, kawali and Moromi gojol are among them. Kawali and Murshidi songs are a type of devotional music. This is a song of praise for Almighty Allah, Rasulullah (SAW), and elders. kawali originally came to Bengali music from Persian and Urdu languages. kawali is also widely popular in Punjabi and Bengali languages. Murshidi songs are also Sufi praise and spiritual narrative songs based on the dargah of Pir Mashaikh. This song follows a special rhythmic beat, which is able to quickly affect the mind and body. All Popular Bengali Urdu and Hindi kawali Compiled in Lyrics Club. They are also accompanied by original tunes and artist videos.

Apart from all these popular English nasheed, Hindi song, Arabic nasheed, and English song are also in the compilation in lyrics club. Music lovers can enjoy a wide variety of songs simultaneously at our site Lyrics Club.

Lyrics Club All Categories

Lyrics Club লিরিক্স ক্লাব; বাংলা গানের সমাহার

Lyrics Club লিরিক্স ক্লাব; Best Collection of Bangla songs and bangla gojol

বিভিন্ন ধারা ও স্বাদের জনপ্রিয় সব গানকে একসাথে একই প্লাটফর্মে উপভোগ করার সেরা সাইট লিরিক্স ক্লাব। অন্যকথায় লিরিক্স ক্লাব হলো  Islamic song, Bangla Islamic song, Islami gojol, Islamic nasheed, English islamic song, Arabic nasheed, bangla islamic song, bangla popular song, Bangla wedding song, desher gan, popular Hindi song ইত্যাদির লিরিক্স আর্কাইভ বা সমাহার।

বাংলা গান ও গীতিকবিতার রয়েছে অনেক সমৃদ্ধ ইতিহাস। এ মাটির পল্লিগাঁয়ের জীবনের সাথে রয়েছে গান, কবিতা, গজল ও পুথির গভীর সম্পর্ক। এ দেশের কৃষকরা ফসল ফলায় পল্লিগীতির সুরের তালে, মাঝিরা দাড় টানে ভাটিয়ালির সুরে ভেসে, গাড়িয়াল গরু হাকায় ভাওয়াইয়ার সুরে তাল মিলিয়ে, মরমি গান ও পুথির সুরে চোখ ভাসায় আবাল বৃদ্ধ বনিতা। জনসাধারণের হৃদয় জুড়ে মুর্ছনা তোলে ফোক গান, বাউল গান, জারি গান, সারি গান, পালা গান, কাওয়ালী, সুফি, মাইসভাণ্ডারি ও মুর্শেদী গানের সুর।

অঞ্চল ভেদে এদেশের আকাশে ভাসে গাজির গীত, গম্ভিরা, চটকা প্রভৃতি গানের হৃদয় জুড়ানো সুর। ১৮ কোটি বাঙালির কণ্ঠে সর্বদা সঞ্চারিত হয় নজরুল সংগীত, রবিন্দ্র সংগীত, লালনগীতি, আব্বাস উদ্দিন ও হাসন রাজার সুর। দিজেন্দ্র লাল রায়, আপেল মাহদুম, মান্না দে, আব্দুল জব্বার,  মনিরুজ্জামান, প্রতুল মুখোপাধ্যায়, গৌরীপ্রসন্ন মজুমদার, আজাদ রহমান, আব্দুল লতিফ, গোবিন্দ হালদার, আব্দুল গাফফার চৌধুরি, নইম গোহর, সৈয়দ আব্দুল হাদির মতো প্রতিথযশা গীতিকার ও সুরকারদের হাত ধরে বাংলা গান পেয়েছে অনিন্দ্য সুন্দর ও কালজয়ী অসংখ্য দেশের গান; যা শ্রোতাদের মনে আবেশ তৈরি করতে সক্ষম মুহুর্তেই। লিরিক্স ক্লাব এই কিংবদন্তিদের কালজয়ী গানসমূহের কথা ও সুরকে অবিকৃত অবস্থায় সংরক্ষণ করছে অতি যত্নের সাথে।

বাংলা গানকে প্রথম বিশ্বদরবারে উপস্থাপন করে সুখ্যাতি কুড়িয়েছিলেন ওস্তাদ আলাউদ্দিন খাঁ। তিনি ব্রিটিশ রাজপরিবারের বিশেষ আয়োজনে সঙ্গীত পেশ করে রানী ভিক্টোরিয়া থেকে উপাধি কুরিয়েছিলেন। সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ বিশ্বময় যে সুরের মুর্ছনা ছড়িয়েছিলেন, তাকে সামনে এগিয়ে নিয়ে গেছেন মরমি গানের জনক হাসন রাজা, পল্লিগীতির মুকুটহীন সম্রাট আব্দুল আলীম, ভাওয়াইয়া গানের সম্রাট আব্বাস উদ্দিন ও শাহ আব্দুল করিমগণ।

বাংলা গানের বিশাল অংশ জুড়ে রয়েছে বাংলা বাউল গান বা Bangla folk song। বাউল গানকে মানুষের হৃদয়ে স্থান দিতে অগ্রনী ভূমিকা রেখেছেন আব্দুর রহমান বয়াতি, শাহ আব্দুল করিম, আব্দুল কুদ্দুস বয়াতি, শেখ ওয়াহিদুর রহমান, বারী সিদ্দিকী, ফকির আলমগীর, মৃদুল কান্তি চক্রবর্তী ও ফকির লালন শাহের মতো সংগীত সাধকদের জীবন ঘনিষ্ট কথা ও সুর।

লিরিক্স ক্লাব Bangla folk song –এর বিক্ষিপ্ত মুক্তোসমূহকে কুড়িয়ে কুড়িয়ে একই সূতায় গাঁথার চেষ্টা করছে। আমাদের ওয়েব সাইটে কয়েকশত Bangla folk song এর সমহার রয়েছে। অনেক গানের কথা ও সুর বিকৃত হয়ে গেছে সময়ের আবর্তে। লিরিক্স ক্লাব চেষ্টা করছে গানগুলোর মূল লিরিক্স ও সুর খুঁজে খুঁজে একত্রিত করতে।

বিংশ শতাব্দির শেষের দিকে বাংলা গানে নতুন একটি ধারা তৈরি হয়, যা আধুনিক গান নামে পরিচিত। এই ধারার মধ্য দিয়েই মূলত বাংলা গান প্রাচীণ ধাঁচ থেকে বেরিয়ে আসে। বাংলা আধুনিক গান ঋদ্ধ হয়েছে গাজী মাজহারুল আনোয়ার, মোহাম্মাদ রফিকুজ্জামান, সুবির নন্দী, ফেরদৌসী রহমান, সাবিনা ইয়াসমিন, রুণা লায়লা, কনক চাপা, নচিকেতা, কুমার শানু, এণ্ড্রোকিশোর, মনির খান, আসিফ আকবার, কুমার বিশ্বজিৎ ও খালিদ হাসান মিলু, শাহনাহাজ রমাতুল্লাহ প্রমুখদের  হাত ধরে। বাংলা আধুনিক গানের সমুদ্র থেকে ছেকে ছেকে জনপ্রিয় ও  জীবনবোধ সম্পন্ন গানসমূহকে নিজের ঝুড়িতে গচ্ছিতে করেছে লিরিক্স ক্লাব

ব্যান্ড সংগীতের বাংলা গানের সোনালী অধ্যায় রয়েছে। আজম খান, আয়ুব বাচ্চু, জেমস-এর গিটারের জাদুতে শ্রোতাদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে বাংলা পোপ গান। তাছাড়া বাংলা গানে জনপ্রিয় আরেকটি ধারার না ইসলামি গান। সুর কথা ও গায়কীর তারতম্যে গজল, মরমি গজল, হামদ, নাত জাগরনী গান প্রভৃতি নামে এই ধারার রয়েছে বিভিন্ন শাখা।

বাংলা ইসলামি গানের জনক ধরা হয় সুর সম্রাট আব্বাস উদ্দিনকে। তাঁর উৎসাহ ও প্রেরণায় এই ধারায় পদচারণা শুরু করেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুলের প্রথম ইসলামি সংগীত ছিল ‘ও মন রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ’। ওই সময় ছিল হিন্দু ধর্মের দেব দেবিদের স্তুতিমূলক শ্যামা সংগীতের জয়জয়কার। সংগীত পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠানগুলোও তাই শ্যামা সংগীত নিয়েই ব্যস্ত থাকতেন। শ্যামা সংগীতের সেই জয়জয়কারে চিড় ধরান শিল্পী  আব্বাস উদ্দিন ঈদের ওই গানটি দিয়ে। তিনি কাজী নজরুল ইসলামের বাড়িতে গিয়ে ধরনা দেন একটি ইসলামি সংগীতের জন্য। নজরুলকে নানান উপায়ে বোঝাতে থাকেন, যদি তিনি একটি ইসলামি গান লিখে দেন, তবে এটি সত্যিই শ্রোতাপ্রিয়তা পাবে। নজরুল প্রস্তাবে রাজি হলেন। নিমিষেই লিখে দিলেন ‘ও মন রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ’। এখান থেকেই শুরু হয় বাংলা ইসলামি গানের জয়যাত্রা। সময়ের আবর্তে ইসলামি গান ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। ফলে মার্কেট ধরতে এবং দর্শক প্রিয়তা পেতে অনেক অমুসলিম গায়কও নিজের নাম পরিবর্তন করে মুসলিম ছাদ্মনাম ধারণ করতে শুরু করে।

 

আব্বাস উদ্দিনের পর কবি জসিম উদ্দিন, গোলাম মোস্তফা ও কবি ফররুখ আহমেদ বাংলা ইসলামি গানে নতুন মাত্রা যোগ করেন। তবে ইসলামি গানকে কেবলমাত্র ভক্তিমূলক কথার বৃত্ত থেকে ‍মুক্ত করে একে জীবন নির্ভর কথায় সাজিয়ে পূর্ণতা দান করেছেন কবি মতিউর রহমান মল্লিক। তার প্রচেষ্টাতেই বাদ্যযন্ত্রহীন ইসলামি গানের প্রচলন শুরু হয় এবং তা ইসলামি সমাজে ব্যাপক গ্রহনযোগ্যতা অর্জনে সমর্থ হয়। কবি মল্লিক ইসলামি গানের কথা ও সুরে নতুন একটি ধারার সূচনা করেন। একইসাথে এই সংগীতকে সারা দেশে ছড়িয়ে দিতে প্রতিষ্ঠা করেন অসংখ্য ছোটো বড়ো শিল্পী গোষ্ঠী। সাইমুম শিল্পী গোষ্ঠী, অণুপম শিল্পীগোষ্ঠী এগুলোর মধ্যে সবচেয়ে অগ্রগণ্য।

ইসলামি গানে মল্লিকীয় ধারায় প্রধান গীতীকারগণ হলেন- কবি মতিউর রহমান মল্লিক, ওস্তাদ তাফাজ্জল হোসাইন খান, কবি গোলাম মোহাম্মাদ, চৌধুরি গোলাম মওলা, মাসুদ রানা, আবুল আলা মাসুম, জাকির আবু জাকের, ড. মাহফুজুর রহমান আকন্দ, আবু তাহের বেলাল, বিলাল হোসাইন নূরী প্রমুখ। জনপ্রিয় সুরকার ও শিল্পী হলেন লিটন হাফিজ চৌধুরি, তারিক মনোওয়ার, সাইফুল্লাহ মানছুর, মশিউর রহমান, গোলাম মাওলা, আমিরুল মোমিনি মানিক, নওশাদ মাহফুজ, মাহফুজ বিল্লাহ শাহী, আব্দুস সালাম প্রমুখ। হাল আমলের জনপ্রিয় ইসলামি সংগীত শিল্পীর মধ্যে অন্যতম হলেন ইকবাল হোসাইন জীবন, গাজী আনাস রওশন, মুনাঈম বিল্লাহ, শাহাবুদ্দিন শিহাব, দিদারুল ইসলাম, তাওহীদুল ইসলাম, জাইমা নূর প্রমুখ। লিরিক্স ক্লাব মল্লিকীয় ধারার ইসলামী গানের  একটি বড়ো আর্কাইভ। এখানে এমন কিছু গানের লিরিক্স রয়েছে, যেগুলো কালের স্রোতে হারাতে বসেছে।

Lyrics Club লিরিক্স ক্লাব; Best Collection of Bangla songs and bangla gojol

বাংলা ইসলামি গজলের জগতে আরেক উজ্জ্বল নক্ষত্র হলেন আইনুদ্দিন আল আজাদ। বিপ্লবী ও প্রতিবাদী ধাঁচের ইসলামি গানের জন্য তিনি সমাদ্রিত। হাজারেরও অধিক ইসলামি গানের স্রষ্টা তিনি। তাঁর স্বভাবগত ধারার বাইরে বন্ধু গানটি সর্বমহলে ব্যাপাক সাড়া ফেলতে সক্ষম হয়।  আইনুদ্দিন আল আজাদের হাতে গড়া প্রতিষ্ঠান কলরব শিল্পীগোষ্ঠী বর্তমান সময়ে ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে। এই সংগঠনের হাত ধরেই মূলত বাংলা ইসলামি গানে শুরু হয় আধুনিক যন্ত্রপাতির ব্যবহার। মানসম্মত অডিও-ভিডিও এবং সহজ-বোধগম্য লিরিক্সের জন্য তারা প্রত্যন্ত অঞ্চলের দর্শকদেরও মন জয়ে সক্ষম হয়েছে।  কলরবের ইউটিউব চ্যানেল বর্তমান বাংলা ইসলামি গানের সবচেয়ে বড়ো প্লাটফর্ম। কলরবের জনপ্রিয় শিল্পীদের মধ্যে অন্যতম হলেন- বদরুজ্জামন, আবু রায়হান, আবু সাঈদ, আহমদ আব্দুল্লাহ ও তাওহিদ জামিল প্রমুখ। লিরিক্স ক্লাব অত্যন্ত যত্নের সাথে কলরবের সমস্ত গানকে সংকলন করছে। কলরবের সেরা গানগুলো একসাথে এক পেজে পেতে লিরিক্স ক্লাব বেস্ট চয়েজ।

এই দুই ধারার বাইরে ইসলামি সংগীতের বিশাল অঙ্গন রয়েছে। মুর্শদী, কাওয়ালি ও মরমী গজল এর মধ্যে অন্যতম। কাওয়ালি ও মুর্শিদী গান এক ধরনের ভক্তিমূলক সংগীত। মহান আল্লাহ, রসুলুল্লাহ (সা.) ও বুজুর্গদের উদ্দেশ্যে স্তুতিমূলক গান এটি। কাওয়ালি মূলত ফারসি ও উর্দু ভাষা থেকে বাংলা গানে এসেছে। পাঞ্জাব ও বাংলা ভাষায়ও কাওয়ালী ব্যপকভাবে জনপ্রিয়। মুর্শিদী গানও পীর মাশায়েখদের দরগাহকে কেন্দ্র করে সুফিদের প্রশংসা ও আধ্যাত্বিক বর্ণনামূলক গান। এই গানে বিশেষ একটি তাল-মুর্ছনা অনুসরণ করা হয়, যা মন ও শরীরে দ্রুতই প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। লিরিক্স ক্লাবে জনপ্রিয় সব বাংলা উর্দূ ও হিন্দি কাওয়ালি সংকলিত হয়েছে। একইসাথে এগুলোর মূল সুর ও শিল্পীর ভিডিও সংযোজিত হয়েছে।

এই সবের বাইরেও জনপ্রিয় English nasheed, Hindi song, Arabic nasheed, Enflish song সমূহও লিরিক্স ক্লাবে/Lyrics Club  সংকলিতে রয়েছে। সংগীত প্রেমিরা অত্যন্ত গোছালোভাবে একইসাথে বিভিন্ন ধরণের গানের স্বাদ নিতে পারবে আমাদের সাইট লিরিক্স ক্লাবে

3 thoughts on “Lyrics Club লিরিক্স ক্লাব; Best Collection of Bangla songs and bangla gojol”

  1. This is really interesting, You’re a very skilled blogger. I’ve joined your feed and look forward to seeking more of your magnificent post. Also, I’ve shared your site in my social networks!

    Reply

Leave a Comment