হে গুনাহ গোপনকারী লিরিক্স । He Gunah Goponkari Lyrics

হে গুনাহ গোপনকারী

হে গুনাহ গোপনকারী

Singer ইয়াকুব আলি খান
Tune মাহফুজ বিল্লাহ শাহী
Song Writer মাহফুজ বিল্লাহ শাহী

হে গুনাহ গোপনকারী কালিমা মোচনকারী
আমার পাপের দিকে চেও না
দয়াময় দয়া করো রহম চাদরে ভরো
কাঠগড়াতে নিয়ে যেও না ॥

স্থিরতা দাও এ মনের জ্বালা যাতনায়
অস্থিরতা দাও তোমাকে পাওয়ার কামনায়
লক্ষ্য নির্ণয় সহজ করো
স্বচ্ছ হৃদয় মানস গড়ো
ধোঁয়ায় ছাওয়া পথে রেখো না ॥

করুণাময় তুমি নেয়ামত দাও কত ঢেলে
উপভোগ করি তবু দেখি না নয়ন মেলে।

তীক্ষ করে দাও আমার অন্তরদৃষ্টি
শুকনো মরুময় হৃদয়ে ঝরাও বৃষ্টি
বিবেক দুয়ার দাও খুলে দাও
উদার আকাশ হৃদয় বানাও
নারাজ আমার প্রতি থেকো না ॥

Visit

Leave a Comment