হে খোদা মোর হৃদয় হতে লিরিক্স । He Khoda Mor Hridoy Hote Lyrics

হে খোদা মোর হৃদয় হতে

হে খোদা মোর হৃদয় হতে

Singer মতিউর রহমান মল্লিক
Tune মতিউর রহমান মল্লিক
Song Writer মতিউর রহমান মল্লিক

হে খোদা মোর হৃদয় হতে
দূর করে দাও সকল বেদনা
সকল ভাবনা
দূর করে দাও সব যন্ত্রণা
সকল যাতনা ॥

তুমি ছাড়া কেউ যেন আর
জায়গা না পায় লুকিয়ে থাকার
এই অন্তরে এই পরানে
তুমি কামনা ॥

আলেয়া সব আলো তো নয়
মিথ্যা অমানিশা
খাঁটি প্রেমের তুমি আধার
আর সকলই বৃথা।

তোমার প্রেমে হয়ে পাগল
দুই নয়নে নামিয়ে বাদল
যাই ভাসিয়ে যেন আমি
দহন বেদনা ॥

Visit

Leave a Comment