হে করুণার আধার খোদা লিরিক্স । He Korunar Adhar Khoda Lyrics

হে করুণার আধার খোদা

হে করুণার আধার খোদা

Singer সাইফুল্লাহ মানছুর
Tune সাইফুল্লাহ মানছুর
Song Writer মতিউর রহমান মল্লিক

হে করুণার আধার খোদা
আমায় তুমি গভীরভাবে
তোমায় আরো জানার সুযোগ দাও
তোমার কুরআন তোমার রাসূল
আরো আরো সঠিকভাবে
মানার সুযোগ দাও ॥

যার ওপরে রহম কর তুমি
সাত সাগরে মেশে যে তার সকল মরুভূমি
তেমনি করে আমলবিহীন জীবনে মোর
পুণ্যে জোয়ার আনার সুযোগ দাও ॥

শহিদে যে অমোঘ পাওয়া
জীবন দিয়ে অর্থ দিয়ে জিহাদ করে
পায় গো মুজাহিদীন
সেই পথে হে কর গো বিলীন
আমায় আল্লাহ কর গো বিলীন।

পথের কাঙাল এই আমাকে প্রভু
মুস্তাকিমের পথ দেখাও এই দুর্বিপাকে তবু
মুছতে আমার সকল আঁধার
তোমার আলোর তরি ওগো
টানার সুযোগ দাও।

Visit

Leave a Comment