হে করুণার আধার খোদা
Singer | সাইফুল্লাহ মানছুর |
Tune | সাইফুল্লাহ মানছুর |
Song Writer | মতিউর রহমান মল্লিক |
হে করুণার আধার খোদা
আমায় তুমি গভীরভাবে
তোমায় আরো জানার সুযোগ দাও
তোমার কুরআন তোমার রাসূল
আরো আরো সঠিকভাবে
মানার সুযোগ দাও ॥
যার ওপরে রহম কর তুমি
সাত সাগরে মেশে যে তার সকল মরুভূমি
তেমনি করে আমলবিহীন জীবনে মোর
পুণ্যে জোয়ার আনার সুযোগ দাও ॥
শহিদে যে অমোঘ পাওয়া
জীবন দিয়ে অর্থ দিয়ে জিহাদ করে
পায় গো মুজাহিদীন
সেই পথে হে কর গো বিলীন
আমায় আল্লাহ কর গো বিলীন।
পথের কাঙাল এই আমাকে প্রভু
মুস্তাকিমের পথ দেখাও এই দুর্বিপাকে তবু
মুছতে আমার সকল আঁধার
তোমার আলোর তরি ওগো
টানার সুযোগ দাও।