হায় রে আমার মন মাতানো দেশ লিরিক্স । Hayre Amar Mon Matano Desh Lyrics

হায় রে আমার মন মাতানো দেশ

হায় রে আমার মন মাতানো দেশ

Singer রোমানা ইসলাম
Tune খান আতাউর রহমান
Song Writer খান আতাউর রহমান

হায় রে আমার মন মাতানো দেশ
হায় রে আমার সোনাফলা মাটি
রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না
তোরে এত ভালোবাসি তবু পরান ভরে না ॥

যখন তোর ওই গাঁয়ের ধারে
ঘুঘুডাকা নিঝুম কোন দুপুরে
হংস-মিথুন ভেসে বেড়ায়
শাপলা ফোটা টলটলে কোন পুকুরে
নয়ন পাখি দিশা হারায়
প্রজাপতির পাখায় পাখায়
অবাক চোখে পলক পড়ে না ॥

যখন তোর ওই আকাশ নীলে
পাল তুলে যায় সাত সাগরের পশরা
নদীর বুকে হাতছানি দেয়
লক্ষ ঢেউয়ের মানিকজ্বলা ইশারা
হায় রে আমার বুকের মাঝে
হাজার তারের বীণা বাজে
কাজের কথা মনে ধরে না ॥

Leave a Comment