হাত পেতেছে এই গোনাহগার লিরিক্স । Hat Peteche Ei Gonahgar Lyrics

হাত পেতেছে এই গোনাহগার

হাত পেতেছে এই গোনাহগার

Singer ডা. সিরাজ উদ্দীন
Tune মতিউর রহমান মল্লিক
Song Writer মতিউর রহমান মল্লিক

হাত পেতেছে এই গোনাহগার
তোমারই দরগায় খোদা তোমারই দরগায়
শূন্য হাতে ওগো তুমি
ফিরাইও না হায় মোরে
ফিরাইও না হায় ॥

আমার চেয়ে কেউ গুনাহগার
নেই রে কোথাও বান্দা তোমার
দ্বীন ভিখারী আমার চেয়ে
কে আছে কোথায়, হায় রে
কে আছে কোথায় ॥

তোমার রহম তোমার করম
অথই পারাবার
তুমি খালেক তুমি মালেক
গফুর ও গাফফার।

তুমি ছাড়া কে বা আমার
এ সংসারে আছে রে আর
তুমিও যদি মুখ ফিরাও হে
কী হবে উপায়, আমার
কী হবে উপায় ॥

Visit

Leave a Comment