হাজার লোকের ভিড়ে
Singer | মশিউর রহমান |
Tune | মশিউর রহমান |
Song Writer | শামসুল ইসলাম খান |
হাজার লোকের ভিড়ে
এই মন ধীরে ধীরে
যায় না ছুটে যেন
গ্লানিময় পাপের নীড়ে
দাও সে শক্তি দাও সে ক্ষমতা
হৃদয় ভরে দাও তোমার মমতা ॥
তোমার করুণা সে তো জানি অফুরান
সেই করুণার ছোঁয়ায় ভরে দাও প্রাণ
মন কাননে দাও তোমারই প্রেম
দূর করে দাও আমার যত জড়তা ॥
লালসার মোহে যেন হারিয়ে না যাই
দ্বীন কায়েমের পথে রাখিও সদাই
উমরের মতো দাও দৃঢ় মনোবল
মালেকের মতো দাও দাও সততা ॥
English Version
A crowd of thousands of people
This mind slowly
Can’t run away
In the nest of glorious sins
Give that power, give that power
Fill your heart with compassion.
I know your mercy is endless
Fill your life with the touch of that mercy
Give your heart your love
Remove all my inertia.
Do not get lost in lust
Always keep on the path of religion
Give strong morale like Omar
Give honesty like Malek.