হাজার দুঃখ তাপে কষ্ট অভিশাপে লিরিক্স – Hajar dukkho tape Lyrics

 

হাজার দুঃখ তাপে কষ্ট অভিশাপে

হাজার দুঃখ তাপে

Singer মশিউর রহমান
Tune মশিউর রহমান
Song Writer আবু তাহের বেলাল

হাজার দুঃখ তাপে কষ্ট অভিশাপে
বারবার মনে পড়ে মায়ের ওই মুখ
যে মা রাত্রি জাগি খোদার রহম মাগি
আমার সুখের আশায় ভোলে তার সুখ ॥

প্রতিদানহীন ভালোবাসা দিল
যে মা জীবন জুড়ে
তার সে স্মৃতি যায় না ভোলা
যতই থাকি দূরে
শত অভিমানে তারই কথা গানে
বারবার ভরে ওঠে আমার এই বুক ॥

পদে পদে মায়ের অভাব দেয় যে নাড়া
স্বার্থ মোহের কষাঘাতে
বিপদ আপদ মুসিবাতে
আপনজনের হৃদয় থেকে পাই না সাড়া ।

মনটা যে তাই বারেবারে
মায়ের কথা স্মরণ করে
নয়ন থেকে অশ্রুধারা
যায় গড়িয়ে অকাতরে।
মায়ের কাছে ঋণী আমি চিরদিনই
বারবার মনে হলে বেড়ে যায় দুখ ॥

[Similar]

Leave a Comment