হাজার দুঃখ তাপে কষ্ট অভিশাপে
Singer | মশিউর রহমান |
Tune | মশিউর রহমান |
Song Writer | আবু তাহের বেলাল |
হাজার দুঃখ তাপে কষ্ট অভিশাপে
বারবার মনে পড়ে মায়ের ওই মুখ
যে মা রাত্রি জাগি খোদার রহম মাগি
আমার সুখের আশায় ভোলে তার সুখ ॥
প্রতিদানহীন ভালোবাসা দিল
যে মা জীবন জুড়ে
তার সে স্মৃতি যায় না ভোলা
যতই থাকি দূরে
শত অভিমানে তারই কথা গানে
বারবার ভরে ওঠে আমার এই বুক ॥
পদে পদে মায়ের অভাব দেয় যে নাড়া
স্বার্থ মোহের কষাঘাতে
বিপদ আপদ মুসিবাতে
আপনজনের হৃদয় থেকে পাই না সাড়া ।
মনটা যে তাই বারেবারে
মায়ের কথা স্মরণ করে
নয়ন থেকে অশ্রুধারা
যায় গড়িয়ে অকাতরে।
মায়ের কাছে ঋণী আমি চিরদিনই
বারবার মনে হলে বেড়ে যায় দুখ ॥
[Similar]