হঠাৎ আজরাইল পাঠাইয়া লিরিক্স – Malikre Vulia Lyrics

 

হঠাৎ আজরাইল পাঠাইয়া

হঠাৎ আজরাইল পাঠাইয়া

Singer Muhammad Badruzzaman
Tune Muhammad Badruzzaman
Song Writer Abdul Kadir Hawlader

হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে
নিতে পারে তুলিয়া
কিসের আশায় রইলি রে মন
মালিকরে ভুলিয়া
ও তুই মালিকরে ভুলিয়া।

ও ধনসম্পদ পাইয়া হাতে করলি জমিদারি
ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি
ও তুই করলি বাহাদুরি
ও তোর রেসমি পোশাক সোনার আংটি
নেবে স্বজনরা খুলিয়া।

কিসের আশায় রইলিরে মন
মালিকরে ভুলিয়া

ক্ষনে ক্ষনে কবর ডাকে
আয় রে আমার বাড়ি
মাটির ওপর থাকবি রে তুই
দিন কয়েক চারি
ও তুই দিন দুই এক চারি।

আসতে তোর হবে একদিন
সাদা কাফন পড়িয়া।

কিসের আশায় রইলি রে মন
মালিকরে ভুলিয়া।

[Similar]

Leave a Comment