সোনা সোনা সোনা লিরিক্স । Sona Sona Sona Loke Bole Sona Lyrics

সোনা সোনা সোনা

সোনা সোনা সোনা

Singer শাহনাজ রহমতুল্লাহ
Tune আবদুল লতিফ
Song Writer আবদুল লতিফ

সোনা সোনা সোনা
লোকে বলে সোনা
সোনা নয় তত খাঁটি
বল যত খাঁটি তারও চেয়ে খাঁটি
বাংলাদেশের মাটি রে
আমার বাংলাদেশের মাটি
আমার জন্মভূমির মাটি ॥

ধন ধন বলো যত ধন দুনিয়াতে
হয় কি তুলনা বাংলার কারও সাথে
কত মা’র ধন মানিক রতন
কত জ্ঞানী-গুণী কত মহাজন
এনেছে আলোর সূর্য এখানে
আঁধারের পথ কাটি রে ॥

এ মাটির তলে ঘুমায়েছে অবিরাম
রফিক-শফিক-বরকত কত নাম,
কত তিতুমীর কত ঈশা খান
দিয়েছে জীবন দেয়নি তো মান
রক্ত শয্যা পাতিয়া এখানে
ঘুমায়েছে পরিপাটি রে ॥

Visit

Leave a Comment