সেই সংগ্রামী মানুষের সারিতে লিরিক্স । Shei Songgrami Manusher Sarite Lyrics

সেই সংগ্রামী মানুষের সারিতে

সেই সংগ্রামী মানুষের সারিতে

Singer Unknown
Tune মোয়াজ্জেম হোসেন মঞ্জু
Song Writer গোলাম মোহাম্মদ

সেই সংগ্রামী মানুষের সারিতে
আমাকেও রাখিও রহমান
যারা কুরআনের আহ্বানে নির্ভীক
নির্ভয়ে সব করে দান ॥

তোমার রঙে যারা রঙিন
তোমারই ডাকে ধরে সঙ্গীন
যারা সকল শক্তি দিয়ে দাঁড়িয়ে থাকে
মিথ্যার করে অবসান ॥

ফুলেল মানুষ করে ঘ্রাণে উজালা
প্রাণে ভালোবাসা আর সৌরভ,
আকাশ সমান বুকে উদার সাহস
নিজেকে বিলিয়ে তার উৎসব।

শাহাদাতে চলে শত ব্যথা ভুলে
তোমার প্রেমের ফুল হৃদয়ে তুলে,
আছে সেই আলোময় ফুলের পথে
বিজয়ের পূত উদ্যান ॥

Visit

Leave a Comment