সেই সংগ্রামী মানুষের সারিতে
Singer | Unknown |
Tune | মোয়াজ্জেম হোসেন মঞ্জু |
Song Writer | গোলাম মোহাম্মদ |
সেই সংগ্রামী মানুষের সারিতে
আমাকেও রাখিও রহমান
যারা কুরআনের আহ্বানে নির্ভীক
নির্ভয়ে সব করে দান ॥
তোমার রঙে যারা রঙিন
তোমারই ডাকে ধরে সঙ্গীন
যারা সকল শক্তি দিয়ে দাঁড়িয়ে থাকে
মিথ্যার করে অবসান ॥
ফুলেল মানুষ করে ঘ্রাণে উজালা
প্রাণে ভালোবাসা আর সৌরভ,
আকাশ সমান বুকে উদার সাহস
নিজেকে বিলিয়ে তার উৎসব।
শাহাদাতে চলে শত ব্যথা ভুলে
তোমার প্রেমের ফুল হৃদয়ে তুলে,
আছে সেই আলোময় ফুলের পথে
বিজয়ের পূত উদ্যান ॥