সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লিরিক্স । Subhan Allah Alhamdulillah Lyrics

সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ

সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ

Singer মশিউর রহমান
Tune তাফাজ্জল হোসাইন খান
Song Writer তাফাজ্জল হোসাইন খান

সুবহানাল্লাহ-আলহামদুলিল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ
তুমি বাঁচাও তুমি মারো
অবিরত ক্ষমা কর
ধরার যে জন তাকেই ধরো
তোমার মুঠোয় সবই আল্লাহ

তোমার রিজিক খেয়ে পরে
অবাধ্য হই কেমন করে
খুঁজে না পাই কোনো ভাষা
শোকর গুজার করার আল্লাহ ॥

তোমার দয়ায় মোদের ধরা
সারা জাহান তোমার গড়া
তোমারই হাতে আমার জীবন
কবুল করো ওগো আল্লাহ ॥

Video Source

Leave a Comment