সালাত তোমার বন্ধু পরম লিরিক্স – ‍Salat Tomar Bondhu Porom Lyrics

 

সালাত তোমার বন্ধু পরম

সালাত তোমার বন্ধু পরম

Singer Kalarab
Tune আহমাদ আব্দুল্লাহ
Song Writer আহমাদ আব্দুল্লাহ

সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন
সালাত তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন (২ বার)
জায়নামাজে শান্তি বিলায় চিত্তে সীমাহীন।

রব্বিআল আলা রব্বিআল আজিম।
রব্বিআল আলা রব্বিআল আজিম।

মুমিন তুমি সালাত তোমার মস্ত পরিচয়
দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। (২ বার)

আজকে রুকু সেজদা কর
নিজ পরিচয় আকড়ে ধর (২ বার)
হবেনা বিলিন।
সালাত তোমার অঙ্গে মাখ
সঙ্গে রাখ তবে তো মুমিন ।

রব্বিআল আলা রব্বিআল আজিম।
রব্বিআল আলা রব্বিআল আজিম।

সালাত কায়েম কর সালাত কায়েম কর।
হবে সম্মানি তুমি, হবে জান্নাতি তুমি (২ বার)
দেবে কাল হাশরে শীতল ছায়া আরশে আজিম।

রব্বিআল আলা রব্বিআল আজিম।
রব্বিআল আলা রব্বিআল আজিম।

সালাত তোমার মনের ঘরে পবিত্রতার সাজ
পড়লে সালাত রয় দুরে রয় মন্দ যত কাজ। (২ বার)
পাঁচ প্রহরে সালাত পড়, আত্মাকে সমৃদ্ধ কর
যেমন সলেহিন।
সালাত তোমার অঙ্গে মাখ
সঙ্গে রাখ তবে তো মুমিন ।

রব্বিআল আলা রব্বিআল আজিম।
রব্বিআল আলা রব্বিআল আজিম।

[Similar]

Leave a Comment