সাগরের ঢেউয়ের দোলাতে লিরিক্স । Sagorer Dheuer dolate Lyrics

সাগরের ঢেউয়ের দোলাতে

সাগরের ঢেউয়ের দোলাতে

Singer জুলকারনাইন বাহলুল
Tune জুলকারনাইন বাহলুল
Song Writer মতিউর রহমান মল্লিক

সাগরের ঢেউয়ের দোলাতে
পাহাড়ি ঝরনাধারাতে
কত যে স্বপন সুষমা
মোহন মহিমা গোপন গরিমা
রেখেছো হৃদয় ভোলাতে ॥

পাখিদের কূজন কাকলি
সবুজের সোহাগ শ্যামলী
গাহে যে তোমারি গান
ছড়িয়ে সুরেই তান
হৃদয়ের পাপড়ি খোলাতে ॥

নীলিমার নিখুঁত নিলয়ে
পৃথিবীর বিপুল বিষয়ে
দিয়েছ শোভা অফুরান
হে মহান হে মহীয়ান
আপনের আপন মেলাতে ॥

বিহানের বিমল বাতাসে
অসীমের আকুল আভাসে
দেখি যে তোমারই শান
হে খোদা হে রহমান
জীবনের হিসাব মেলাতে ॥

[Similar]

Leave a Comment