সাঁঝের বেলায় পাখি ফিরে নীড়ে তাই লিরিক্স । Sajher Belay Pakhi Fire Lyrics

সাঁঝের বেলায় পাখি ফিরে নীড়ে তাই

সাঁঝের বেলায় পাখি ফিরে নীড়ে তাই

Singer Unknown
Tune আবদুল আজিজ বাচ্চু
Song Writer আবদুল আজিজ বাচ্চু

সাঁঝের বেলায় পাখি ফিরে নীড়ে তাই
নীলিমা ভ্রমর শেষে
আমি যেন বারবার এমনি করে
ফিরে ফিরে আসি এই বাংলাদেশে

এখানে আমার হৃদয়ের স্বপ্ন বোনা
এই কোমল মাটির স্বর্গ ছেড়ে
আর কোথাও যাব না
এই সহজ-সরল মানুষের
সহজ চাওয়া পাওয়া আমাকে
বেঁধে রাখে ভালোবেসে ॥

এখানে বীণায় জীবনের কাব্য লেখে
এই সবুজ বুকে রক্ত দিয়ে
এক দুর্বার আবেগে
এই সবুজ শ্যামল প্রকৃতি
সোনালি সোহাগ মেখে
সূর্যটা প্রতিদিন ওঠে হেসে ॥

Visit

Leave a Comment