সব প্রশংসা তোমার আল্লাহ
Singer | আজাদ রহমান |
Tune | আজাদ রহমান |
Song Writer | সাবির আহমেদ চৌধুরী |
সব প্রশংসা তোমার আল্লাহ,
প্রভু তুমি নিখিলের
তুমি রহমান, তুমি যে রহিম,
কাজি রোজ হাশরের ॥
তোমার দয়ায় এই জিন্দেগি
তব এবাদত করি বন্দেগি
চাই না কখনো তব কৃপা ছাড়া
কৃপা আর অন্যের ॥
সহজ সরল দিয়েছ তোমার
যে পথের সন্ধান
সে পথ দেখাও আমাদের
শুধু ওগো মহা মহীয়ান।
অবাধ্য যারা, পাপী বুজদিল
তাদের মিছিলে করো না সামিল
এই মোনাজাত করিয়ো কবুল
হে পালক সকলের ॥
[Similar]