সব কটা জানালা খুলে দাও না লিরিক্স । Sob Kata Janala Khule Daona Lyrics

সব কটা জানালা খুলে দাও না

সব ক’টা জানালা খুলে দাও না

Singer সাবিনা ইয়াসমিন
Tune আহমেদ ইমতিয়াজ বুলবুল
Song Writer নজরুল ইসলাম বাবু

সব কটা জানালা খুলে দাও না
আমি গাইবো গাইবো বিজয়েরই গান
ওরা আসবে চুপি চুপি
যারা এই দেশটাকে ভালোবেসে
দিয়ে গেছে প্রাণ ॥

চোখ থেকে মুছে ফেলো অশ্রুটুকু
এমন খুশির দিনে কাঁদতে নেই
হারানো স্মৃতির বেদনাতে
একাকার করে মন রাখতে নেই
ওরা আসবে চুপি চুপি
কেউ যেন ভুল করে গেয়ো নাকো
মনভাঙা গান ॥

আজ আমি সারা নিশি থাকবো জেগে
ঘরের আলো সব আঁধার করে
ছড়িয়ে রাখো আতর-গোলাপ
এ দেশের প্রতিটি ঘরে ঘরে
ওরা আসবে চুপি চুপি
কেউ যেন ভুল করে গেয়ো নাকো
মনভাঙা গান ॥

Visit

Leave a Comment