সকল দেশের চেয়ে সেরা
কথা : ফররুখ আহমদ
সুর : আবদুল হালিম চৌধুরী
সকল দেশের চেয়ে সেরা
আমার দেশের মাটি,
মায়ের কোল ছেড়ে
মাটি-মায়ের কোলে হাঁটি ॥
এই মাটিতে চলি ফিরি এই মাটিতে বসি
মাথার ঘাম পায়ে ফেলে এই মাটিতে চষি,
এই মাটিতে দেখি রে ভাই
সোনার শীতল পাটি ॥
এই মাটিতে বীজ বুনি ভাই তপ্ত খরার দিনে
নয়া পানির ঢল নামে এই মাটির পথ চিনে,
খোদার রহম পেয়ে
আউশ আমন ফসল কাটি ॥
এই মাটিতে মাহী-সোয়ার আউলিয়া দরবেশ
রোশনি জারি করতে দ্বীনের আসেন ভাটির দেশ,
এই মাটিতে মাঠের মানুষ
হয় রে সোনা খাঁটি ॥
এই মাটিতে বাঁধেন ডেরা ফকির জালালি,
এই মাটিতে দাঁড়ায় আমার নিশান হেলালি,
এই মাটিতে দেখি
ভোরের স্বপন পরিপাটি ॥