সকল তারিফ তোমার খোদা লিরিক্স । Sokol Tarif Tomar Khoda Lyrics

সকল তারিফ তোমার খোদা

সকল তারিফ তোমার খোদা

Singer আবদুল লতিফ
Tune আবদুল লতিফ
Song Writer ফররুখ আহমদ

সকল তারিফ তোমার খোদা
তুমি যে পাক জাত
মুহম্মদের স্রষ্টা তুমি
এ তব সিফাত ॥

চাঁদ, সিতারা হয় না শুমার
তামাম আলম সৃষ্টি তোমার
সৃষ্টি তুমি করেছ রব
তামাম মখলুকাত ॥

বান্দা তোমার এই গুনাহগার
আজকে পানাহ চায়
কবুল করো মোদের দোয়া
নবির উসিলায়।

তোমার কাছে আজ পানাহ চাই
দীন-দুনিয়ার করো ভালাই
আখেরাতে দিয়ো খোদা
অনন্ত জান্নাত

[Similar]

Leave a Comment