শোন শোন, ইয়া ইলাহি লিরিক্স । Shono shono ya elahi Lyrics

শোন শোন, ইয়া ইলাহি

শোন শোন, ইয়া ইলাহি

Singer আব্বাসউদ্দিন আহমদ
Tune কমল দাশগুপ্ত
Song Writer কাজী নজরুল ইসলাম

শোনো শোনো, ইয়া ইলাহি,
আমার মোনাজাত
তোমারি নাম জপে যেন,
হৃদয় দিবস-রাত ॥

যেন কানে শুনি সদা
তোমারি কালাম হে খোদা
চোখে যেন দেখি শুধু,
কোরআনের আয়াত ॥

মুখে যেন জপি আমি
কলেমা তোমার দিবস-যামী
(তোমার) মসজিদেরি ঝাড়ু-বরদার,
(খোদা) হোক আমার এ হাত।

সুখে তুমি, দুখে তুমি
চোখে তুমি, বুকে তুমি
এই পিয়াসী প্রাণে খোদা তুমি আবহায়াত ॥

Visit

Leave a Comment