শুইতে গোরস্থানে লিরিক্স – Mawla Tumi Dakbe Jedin Lyrics

শুইতে গোরস্থানে

শুইতে গোরস্থানে

Singer Gazi Anas Rawshan
Singer Jobayer Bokhtiar
Song Writer Jobayer Bokhtiar

 

মাওলা তুমি ডাকবে যেদিন
শুইতে গোরস্থানে
মধুর কালিমাখানা
ভাসায় দিও কানে
যেন মরণ ব্যথা ভুলি
শান্তি পাই এ প্রাণে ।।

মাওলা তুমি ডাকবে যেদিন
শুইতে গোরস্থানে

এইতো চাহে তোমার দ্বারে
আমার অবুঝ মন
বানাইওনা উতবা সায়বা
লাহাবের মতন
ও..
বানাইওনা আবু জেহেল
তোমারে না মানে ।।

মাওলা তুমি ডাকবে যেদিন
শুইতে গোরস্থানে

জন-প্রিয়জন প্রতিবেশী
আত্মীয়স্বজন
সবার সাথে হয়গো যেন
সাক্ষাৎ ও কথন
ও..
সবার সাথে দেখা যেন
হয় সে কঠিন ক্ষণে।।

মাওলা তুমি ডাকবে যেদিন
শুইতে গোরস্থানে
মধুর কালিমাখানা
ভাসায় দিও কানে
যেন মরণ ব্যথা ভুলি
শান্তি পাই এ প্রাণে ।।

[similar]

Leave a Comment