লা ইলাহা ইল্লাল্লাহ
Singer | সাইফুল্লাহ মানছুর |
Tune | মতিউর রহমান মল্লিক |
Song Writer | মতিউর রহমান মল্লিক |
লা ইলাহা ইল্লাল্লাহ
নেই কেহ নেই আল্লাহ ছাড়া ॥
পাখির গানে গানে
হাওয়ার তানে তানে
ওই নামেরই পাই মহিমা
হলে আপনহারা ॥
ফুলের ঘ্রাণে ঘ্রাণে
অলির গুঞ্জরণে
ওই নামেরই গান শুনে মন
দেয় যে নীরব সাড়া ॥
নদীর কলকলে
ঢেউয়ের ছলছলে
ওই নামেরই সুর শোনা যায়
হলে আপনহারা ॥
তারার চোখে চোখে
চাঁদের মুখে মুখে
ওই নামেরই নূর দেখা যায়
হলে পাগলপারা ॥
আকাশ নীলে নীলে
মুখর ঝিলে ঝিলে
ওই নামেরই ঝরনাধারা
আকুল ব্যাকুল-পারা ॥
[Similar]