লা ইলাহা ইল্লাল্লাহ লিরিক্স । Nei Keho Nei Allah Chara Lyrics

লা ইলাহা ইল্লাল্লাহ

লা ইলাহা ইল্লাল্লাহ

Singer সাইফুল্লাহ মানছুর
Tune মতিউর রহমান মল্লিক
Song Writer মতিউর রহমান মল্লিক

লা ইলাহা ইল্লাল্লাহ
নেই কেহ নেই আল্লাহ ছাড়া ॥

পাখির গানে গানে
হাওয়ার তানে তানে
ওই নামেরই পাই মহিমা
হলে আপনহারা ॥

ফুলের ঘ্রাণে ঘ্রাণে
অলির গুঞ্জরণে
ওই নামেরই গান শুনে মন
দেয় যে নীরব সাড়া ॥

নদীর কলকলে
ঢেউয়ের ছলছলে
ওই নামেরই সুর শোনা যায়
হলে আপনহারা ॥

তারার চোখে চোখে
চাঁদের মুখে মুখে
ওই নামেরই নূর দেখা যায়
হলে পাগলপারা ॥

আকাশ নীলে নীলে
মুখর ঝিলে ঝিলে
ওই নামেরই ঝরনাধারা
আকুল ব্যাকুল-পারা ॥

[Similar]

Leave a Comment