লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল
Singer | আব্বাসউদ্দিন আহমদ |
Tune | ধীরেন দাস |
Song Writer | গোলাম মোস্তফা |
লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল
এই কলেমা পড়রে আমার পরান বুলবুল ॥
বল আল্লাহ ছাড়া দোসরা আর
মাবুদ কেহই নাই আমার
মোহাম্মদ মোস্তফা তারি পিয়ারা রসুল
নূরের রবি প্রেমের ছবি
নাই ক’ তাহার তুল ॥
এই কলেমার প্রেম-পরশ
করবে রে তোর দিল সরস
রঙিন হয়ে ফুটবে তোর গুল-বাগিচার ফুল
বেহেশতি সেই খোশবুতে
তোর দিল হবে মশগুল ॥
খুলবি যদি খোদার ঘর
এই কলেমার কুঞ্জি ধর
কোরান-হাদিস নামাজ-রোজা সবারই এই মূল
ভুলিস যদি এই কলেমা
সব হবে তোর ভুল ॥
উঠুক না কো’ তুফান জোর
এই কলেমা কিশতি তোর
এই কিশতিতেই পাবি রে তুই অকূলেতে কূল
আখেরাতে পার হবি তুই
পুলসেরাতের পুল ॥