লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল লিরিক্স । LA ILAHA ILLALLAHU MUHAMMAD RASUL Lyrics

লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল

Singer আব্বাসউদ্দিন আহমদ
Tune ধীরেন দাস
Song Writer গোলাম মোস্তফা

লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল
এই কলেমা পড়রে আমার পরান বুলবুল ॥

বল আল্লাহ ছাড়া দোসরা আর
মাবুদ কেহই নাই আমার
মোহাম্মদ মোস্তফা তারি পিয়ারা রসুল
নূরের রবি প্রেমের ছবি
নাই ক’ তাহার তুল ॥

এই কলেমার প্রেম-পরশ
করবে রে তোর দিল সরস
রঙিন হয়ে ফুটবে তোর গুল-বাগিচার ফুল
বেহেশতি সেই খোশবুতে
তোর দিল হবে মশগুল ॥

খুলবি যদি খোদার ঘর
এই কলেমার কুঞ্জি ধর
কোরান-হাদিস নামাজ-রোজা সবারই এই মূল
ভুলিস যদি এই কলেমা
সব হবে তোর ভুল ॥

উঠুক না কো’ তুফান জোর
এই কলেমা কিশতি তোর
এই কিশতিতেই পাবি রে তুই অকূলেতে কূল
আখেরাতে পার হবি তুই
পুলসেরাতের পুল ॥

[may visit]

Leave a Comment