রোজ হাশরে আল্লাহ আমার লিরিক্স । Roj hasore allah amar korona bichar Lyrics

রোজ হাশরে আল্লাহ আমার

রোজ হাশরে আল্লাহ আমার

Singer আব্বাস উদ্দীন আহমদ
Tune কমল দাশগুপ্ত
Song Writer কাজী নজরুল ইসলাম

রোজ হাশরে আল্লাহ আমার
করো না বিচার
বিচার চাহে না তব দয়া চাহে
এ গুনাহগার ॥

আমি জেনে-শুনে জীবন ভরে
দোষ করেছি ঘরে পরে
আশা নাই যে যাব তরে
বিচারে তোমার ॥

বিচার যদি করবে
কেন রহমান নাম নিলে
ওই নামের গুণেই তরে যাব,
কেন এ জ্ঞান দিলে!

দ্বীন ভিখারী হয়ে আমি
ভিক্ষা যখন চাইব স্বামী
শূন্য হাতে ফিরিয়ে দিতে
পারবে নাকো আর ॥

Visit

Leave a Comment