রোজ বিহানে একটা পাখি লিরিক্স । Roj Bihane Ekta Pakhi Lyrics

রোজ বিহানে একটা পাখি

রোজ বিহানে একটা পাখি

Singer মশিউর রহমান
Tune মশিউর রহমান
Song Writer গোলাম মোহাম্মদ

রোজ বিহানে একটা পাখি
আল্লাহ আল্লাহ ডাকে
সেই পাখিটির গানে গানে
হৃদয় দুলতে থাকে ॥

দিকে দিকে সে সুর
তোলে সাড়া
ঘুম ভেঙে যায় সে সুর শুনে
জাগে ঘুমের পাড়া
রঙিন আলো ছড়িয়ে পড়ে
তখন শাখে শাখে ॥

ফুলে ফুলে রঙিন রেণু ওড়ে
মৌমাছিরা তখন শুধু ঘোরে
গুনগুনিয়ে তখন সে যে
গাইতে শুধু থাকে ॥

ভোরের বাতাস
পাতায় পাতায় নাচে
পাপড়ি ঝরে
ঘাস-ফুলেদের কাছে
ঘাসে ঘাসে ফুলের রেণু
চতুরদিকে মাখে ॥

[Similar]

Leave a Comment