রাত নিঝুম হলো লিরিক্স – Rat Nijhum Holo Lyrics

 

রাত নিঝুম হলো

রাত নিঝুম হলো

Singer ইউসুফ বকুল
Tue ইউসুফ বকুল
Song Writer লুৎফর রহমান

রাত-নিঝুম হলো
ঘুমিয়ে গেছে সবাই
দুচোখে ঘুম নেই
জেগে আছি আমি একা
মা নেই পাশে মা নেই

এমনি রাতে যখনই আমি
ঘরে ফিরতাম
জায়নামাজে তাসবি হাতে
আমার মাকেই দেখতাম
সেই জায়নামাজ খালি পড়ে আছে
মা গেছে দূর পরপার ॥

মা ছাড়া আমার
চারিদিক ভরে আছে শুধু শূন্যতা
আর খুঁজে পাবো না
আগের মতোই সাগরের পূর্ণতা
সে সাগর শুকালো দুচোখে এখন
শুধু অশ্রু সমাহার ॥

[Similar]

Leave a Comment