রাত নিঝুম হলো
Singer | ইউসুফ বকুল |
Tue | ইউসুফ বকুল |
Song Writer | লুৎফর রহমান |
রাত-নিঝুম হলো
ঘুমিয়ে গেছে সবাই
দুচোখে ঘুম নেই
জেগে আছি আমি একা
মা নেই পাশে মা নেই ॥
এমনি রাতে যখনই আমি
ঘরে ফিরতাম
জায়নামাজে তাসবি হাতে
আমার মাকেই দেখতাম
সেই জায়নামাজ খালি পড়ে আছে
মা গেছে দূর পরপার ॥
মা ছাড়া আমার
চারিদিক ভরে আছে শুধু শূন্যতা
আর খুঁজে পাবো না
আগের মতোই সাগরের পূর্ণতা
সে সাগর শুকালো দুচোখে এখন
শুধু অশ্রু সমাহার ॥
[Similar]