রক্ত দিয়ে নাম লিখেছি লিরিক্স । Rokto Diye Naam Likhechi Lyrics

রক্ত দিয়ে নাম লিখেছি

রক্ত দিয়ে নাম লিখেছি

Singer Unknown
Tune সুজেয় শ্যাম
Song Writer আবুল কাশেম সন্দ্বীপ

রক্ত দিয়ে নাম লিখেছি
বাংলাদেশের নাম
মুক্তি ছাড়া তুচ্ছ মোদের
এই জীবনের দাম ॥

সংকটে আর সংঘাতে
আমরা চলি সব একসাথে
জীবন মরণপণ করে সব লড়ছি অবিরাম ॥

রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব
রক্তের প্রতিশোধ মোরা নেবই নেব
ঘরে ঘরে আজ দূর্গ গড়েছি বাংলার সন্তান
সইব না মোরা সইব না আর
জীবনের অপমান ॥

জীবন জয়ের গৌরবে
নতুন দিনের সৌরভে
মুক্ত স্বাধীন জীবন গড়া
মোদের মনস্কাম ॥

Visit

Leave a Comment