যে মাটির বুকে ঘুমিয়ে আছে লিরিক্স । Je Matir Buke Lyrics

যে মাটির বুকে ঘুমিয়ে আছে

যে মাটির বুকে ঘুমিয়ে আছে

Singer Unknown
Tune সেলিম আশরাফ
Song Writer নাসিমা খান

যে মাটির বুকে ঘুমিয়ে আছে
লক্ষ মুক্তি সেনা
দে না, তোরা দে না, সে মাটি আমার
অঙ্গে মাখিয়ে দে না ॥

রোজ এখানে সূর্য ওঠে
আশার আলো নিয়ে
জীবন আমার ধন্য যে হয়
আলোর পরশ পেয়ে
সে মাটি ছেড়ে অন্য কোথাও
যেতে বলিস না ॥

রক্তে যাদের জেগেছিল
স্বাধীনতার নেশা
জীবন দিয়ে রেখে গেছে
মুক্ত পথের দিশা
সে পথ ছেড়ে ভিন্ন পথে
যেতে বলিস না ॥

Visit

Leave a Comment