যেমন তুমি দিলে জমিন
Singer | মশিউর রহমান |
Tune | মশিউর রহমান |
Song Writer | মতিউর রহমান মল্লিক |
যেমন তুমি দিলে জমিন
দিয়েছ আসমান
সুখের সমাজ গড়তে দিলে
তেমনি কুরআন
তোমার দয়া অফুরান ॥
তৃষ্ণা নিবারণে দিলে
স্বচ্ছ স্বাদু পানি
জঠর জ্বালা জুড়াতে আর
ফল ও ফসল জানি
পথের দিশায় তেমনি দিলে
রাসূলে আকরাম ॥
তুমি দিলে চোখের আরাম,
শান্ত নদীর বাঁক
গাছ-গাছালির শাখায় শাখায়
পাখ-পাখালির ডাক।
বৃষ্টি ঢেলে জীবন দিলে
শুকনো মাটির বুকে
আদর সোহাগ দান করেছ,
নানা রঙের দুঃখে
দান করেছ তেমনি তুমি
জ্ঞান আরও বিজ্ঞান ॥
[Similar]