যেমন তুমি দিলে জমিন লিরিক্স । Jemon Tumi Dile jomin Lyrics

যেমন তুমি দিলে জমিন

Singer মশিউর রহমান
Tune মশিউর রহমান
Song Writer মতিউর রহমান মল্লিক

যেমন তুমি দিলে জমিন
দিয়েছ আসমান
সুখের সমাজ গড়তে দিলে
তেমনি কুরআন
তোমার দয়া অফুরান ॥

তৃষ্ণা নিবারণে দিলে
স্বচ্ছ স্বাদু পানি
জঠর জ্বালা জুড়াতে আর
ফল ও ফসল জানি
পথের দিশায় তেমনি দিলে
রাসূলে আকরাম ॥

তুমি দিলে চোখের আরাম,
শান্ত নদীর বাঁক
গাছ-গাছালির শাখায় শাখায়
পাখ-পাখালির ডাক।

বৃষ্টি ঢেলে জীবন দিলে
শুকনো মাটির বুকে
আদর সোহাগ দান করেছ,
নানা রঙের দুঃখে
দান করেছ তেমনি তুমি
জ্ঞান আরও বিজ্ঞান ॥

[Similar]

Leave a Comment