যেন আল্লাহ নামে গাইতে পারি
Singer | মশিউর রহমান |
Tune | মশিউর রহমান |
Song Writer | গোলাম মোহাম্মদ |
যেন আল্লাহ নামে গাইতে পারি
এই তো নিবেদন
আমায় তুমি কবুল করো
আল্লাহ চিরন্তন ॥
আমার প্রাণের শক্তিটুকু
মনের সকল ভক্তিটুকু
তোমার জন্য করতে পারি
দিও অটল মন ॥
তোমার পথে দাঁড়িয়ে থাকি
টিকে থাকার স্বপ্ন রাখি
যেন তোমার ভালোবাসার দিও আকর্ষণ ॥
সাহস দিও দাঁড়িয়ে থাকার
ঈমান আমল বাড়িয়ে রাখার
যেন তোমার ভালোবাসায়
থাকি সারাক্ষণ ॥