যেন আল্লাহ নামে গাইতে পারি লিরিক্স । Jeno Allah Name Gaite Pari Lyrics

যেন আল্লাহ নামে গাইতে পারি

যেন আল্লাহ নামে গাইতে পারি

Singer মশিউর রহমান
Tune মশিউর রহমান
Song Writer গোলাম মোহাম্মদ

যেন আল্লাহ নামে গাইতে পারি
এই তো নিবেদন
আমায় তুমি কবুল করো
আল্লাহ চিরন্তন ॥

আমার প্রাণের শক্তিটুকু
মনের সকল ভক্তিটুকু
তোমার জন্য করতে পারি
দিও অটল মন ॥

তোমার পথে দাঁড়িয়ে থাকি
টিকে থাকার স্বপ্ন রাখি
যেন তোমার ভালোবাসার দিও আকর্ষণ ॥

সাহস দিও দাঁড়িয়ে থাকার
ঈমান আমল বাড়িয়ে রাখার
যেন তোমার ভালোবাসায়
থাকি সারাক্ষণ ॥

Visit

Leave a Comment