যার স্নেহের কোনো তুলনা নাই
Singer | সাইফুল্লাহ মানছুর |
Tune | মশিউর রহমান |
Song Writer | কে এম শাহীন আক্তার |
যার স্নেহের কোনো তুলনা নাই
যার ভালোবাসা স্বার্থবিহীন
সে যে আমার মা আমার জননী
তারে ছাড়া পৃথিবী শান্তি বিহীন ॥
প্রয়োজন বিনা কেউ ভালোবাসে না
স্বার্থ ছাড়া কারো হাত চলে না
পৃথিবীতে বাঁচার কষ্ট জুড়ায় না
না পেলে ছোঁয়া মায়ের হাসির ॥
আল্লাহ নবির পরে মায়ের আসন
খেদমত করি মাকে দিয়ে প্রাণ মন
ব্যথা কভু কেউ দিও না মাকে
না হলে প্রভুর কাছে পাবে না জামিন ॥
[similar]