যার স্নেহের কোনো তুলনা নাই লিরিক্স – Jar Sneher Kono Tulona Nai Lyrics

 

যার স্নেহের কোনো তুলনা নাই

যার স্নেহের কোনো তুলনা নাই

Singer সাইফুল্লাহ মানছুর
Tune মশিউর রহমান
Song Writer কে এম শাহীন আক্তার

যার স্নেহের কোনো তুলনা নাই
যার ভালোবাসা স্বার্থবিহীন
সে যে আমার মা আমার জননী
তারে ছাড়া পৃথিবী শান্তি বিহীন ॥

প্রয়োজন বিনা কেউ ভালোবাসে না
স্বার্থ ছাড়া কারো হাত চলে না
পৃথিবীতে বাঁচার কষ্ট জুড়ায় না
না পেলে ছোঁয়া মায়ের হাসির ॥

আল্লাহ নবির পরে মায়ের আসন
খেদমত করি মাকে দিয়ে প্রাণ মন
ব্যথা কভু কেউ দিও না মাকে
না হলে প্রভুর কাছে পাবে না জামিন ॥

[similar]

Leave a Comment