যার মা আছে তার সবই আছে লিরিক্স – Jar Ma Ache Lyrics

 

যার মা আছে তার সবই আছে

যার মা আছে তার সবই আছে

Singer মশিউর রহমান
Tune চৌধুরী গোলাম মাওলা
Song Writer চৌধুরী গোলাম মাওলা

মা, ও মা, ও মাগো
যার মা আছে তার সবই আছে। মা…
মা যার আছে তার নাড়ীর বাঁধন বলো
শেকড়ের টান বলো
মাটির মমতা বলো… সবই আছে ॥
মা, ও মা, ও মাগো…

ও..যার মা আছে
তার পৌষ-পিঠা রস ফিরনি আছে
পুকুরে পুঁটি শোল-বোয়াল আছে
পান্তা-পিঁয়াজ-শর্ষে ইলিশ আছে
গরম ডেকচি ভাত সালুন আছে
দুয়ার ধরে মা দাঁড়িয়ে আছে
ক্লান্তি মোছার আঁচল হয়ে।

মা যার আছে তার আমকুচি,
থানকুনি ভর্তা আছে
ডাবজল-তাল-বেল শরবত আছে
তৃপ্তি ভরা তার ঢেকুর আছে
পরান ভরা তার শান্তি আছে ॥

ও.. যার মা আছে,
তার শীতলপাটি তালপাখা আছে
নকশীকাঁথার শয্যা আছে
অসুখে পথ্য-সেবা ওষুধ আছে
বিপদ-আপদে মা’র দোয়া আছে
সিজদায় নুয়ে মা পড়ে আছে
সন্তান যেন তাঁর আয়ুতে বাঁচে।

মা যার আছে,
তার পাড়ভাঙা জল-সেঁচা কষ্ট আছে
লাঙ্গল ধানের শীষ নৌকো আছে
জোছনা-জোনাকির গল্প আছে
আনন্দ থৈ থৈ স্বপ্ন আছে।

ও.. যার মা আছে, তার
বুকের পাটা সৎ সাহস আছে
শরীয়ত ক্ষুদিরাম তিতু আছে
অমর স্বাধীন-চেতা শৌর্য আছে
চির উন্নত শির ঐক্য আছে
অন্যায় রুখবার শক্তি আছে
মরণ দিয়ে বাঁচার-দৃপ্ত শপথ আছে
সব হারালেও তার সবই আছে
মায়ের পায়ের তলে জান্নাত আছে।

[Similar]

Leave a Comment