যদি সাগরের জলকে কালি করি
Singer | শেখ বেলাল উদ্দীন |
Tune | জুলকারনাইন বাহলুল |
Song Writer | রিজাউল করিম |
যদি সাগরের জলকে কালি করি
আর গাছের পাতাকে করি খাতা
আর একে একে লিখে যাই মহিমা তোমার
তবুও রইবে না একটিও পাতা ॥
তুমি মাঠ ভরে দিলে ফসলেরও সম্ভার
সঘন বরষা দিলে রৌদ্রেরও উপহার
ভালোবেসে দিলে প্রেম প্রীতি মায়া মমতা
আর একে একে লিখে যাই মহিমা তোমার
তবুও রইবে না একটিও পাতা ॥
যেমন দিয়েছ আলো তেমনি বাতাস
অন্তরে দিলে জ্ঞান আকাশ আকাশ।
তুমি শেষ নবি দিলে আমাদেরও জন্য
যেন পথ ভুলে না হই পাপীদের মাঝে গণ্য
ভালোবেসে দিলে পাক কুরআনের বারতা
আর একে একে লিখে যাই মহিমা তোমার
তবুও রইবে না একটিও পাতা ॥
Video Source