যদি জীবন চলার পথে
Singer | Unknown |
Tune | মাসুদ রানা |
Song Writer | মাসুদ রানা |
যদি জীবন চলার পথে
কখনো আমি ভুল করি
ক্ষমা করো আমায় রহম করো প্রভু
যেন তোমায় স্মরি ॥
উমরের মতো তেজদীপ্ত বানাও
আলির মতো হাসিমুখ
আবু বকরের মতো ধৈর্য্য দাও
আসলে শত বাধা দুঃখ
খালিদের মতো জিহাদের ময়দানে
যেন আমি লড়তে পারি ॥
সাবিতের মতো মোরে বানাও কবি
হামজার মতো শহিদ করে নাও
খোবায়ের খাব্বাব দাও বানিয়ে
উসমানের মতো ত্যাগী বানাও
আবদুল্লাহ বিন রাওহার মতো
যেন ত্যাগ করতে পারি ॥