যদি জীবন চলার পথে লিরিক্স । Jodi jibon Cholar Pothe Lyrics

যদি জীবন চলার পথে

যদি জীবন চলার পথে

Singer Unknown
Tune মাসুদ রানা
Song Writer মাসুদ রানা

যদি জীবন চলার পথে
কখনো আমি ভুল করি
ক্ষমা করো আমায় রহম করো প্রভু
যেন তোমায় স্মরি ॥

উমরের মতো তেজদীপ্ত বানাও
আলির মতো হাসিমুখ
আবু বকরের মতো ধৈর্য্য দাও
আসলে শত বাধা দুঃখ
খালিদের মতো জিহাদের ময়দানে
যেন আমি লড়তে পারি ॥

সাবিতের মতো মোরে বানাও কবি
হামজার মতো শহিদ করে নাও
খোবায়ের খাব্বাব দাও বানিয়ে
উসমানের মতো ত্যাগী বানাও
আবদুল্লাহ বিন রাওহার মতো
যেন ত্যাগ করতে পারি ॥

Visit

Leave a Comment