যদি আমাকে জানতে সাধ হয় লিরিক্স । Jodi Amake Jante Shadh Hoi Lyrics

যদি আমাকে জানতে সাধ হয়

Singer সাবিনা ইয়াসমিন
Tune সত্য সাহা
Song Writer গাজি মাজহারুল আনোয়ার

যদি আমাকে জানতে সাধ হয়
বাংলার মুখ তুমি দেখে নিও
যদি আমাকে বুঝতে মন চায়
এ মাটির শ্যামলিমায় এসো প্রিয় ॥

এখানে বৃষ্টি ঝরে রিমঝিম
শ্রাবণের সেতারে
কুমারী নদীর বুক কেঁপে ওঠে
প্রণয়ের জোয়ারে
যদি কখনও দেখতে সাধ হয়
আমার মনের চঞ্চলতা
তবে বরষার কোনো নদী দেখে নিও ॥

শাপলা ফোটে যখন ঝিলের জলে
পাখিরা কূজন করে বনতলে
মনে করো সে আমার হাসি
সে আমার গান।

এখানে ঝরনা যেন যেতে চায়
সুদূরে হারিয়ে
পাহাড়ি সবুজ মায়া ডাক দেয়
দুটি হাত বাড়িয়ে
যদি কখনও খুঁজতে সাধ হয়
আমার হারাবার ঠিকানা
তবে নিজের হৃদয় তুমি দেখে নিও ॥

Visit

Leave a Comment