যখন পথের দিশা দিয়েছ খোদা লিরিক্স । Jokhon Pother Disha Diyeso Khoda Lyrics

যখন পথের দিশা দিয়েছ খোদা

যখন পথের দিশা দিয়েছ খোদা

Singer Unknown
Tune মতিউর রহমান মল্লিক
Song Writer মতিউর রহমান মল্লিক

যখন পথের দিশা দিয়েছ খোদা
তখন বিপথে তুমি নিও না
যেই পথ কুরআনের
যেই পথ রাসূলের
সেই পথ ছেড়ে যেতে দিও না ॥

ঈমান যখন দিয়েছ খোদা
উমরের মতো দাও
বিনিময়ে তার যদি নিতে চাও
জীবন নিয়ে নাও
এই তো আমার পরম চাওয়া
তাগুতের পথে তবু নিও না ॥

ঈমানের পথ কাঁটায় ভরা
ফুল বিছানো নয়
জেনেছি যখন ধৈর্য তখন
দাও গো দয়াময়
এই তো আমার পরম চাওয়া
বাতিলের পথে তবু নিও না ॥

Visit

Leave a Comment