যখন পথের দিশা দিয়েছ খোদা
Singer | Unknown |
Tune | মতিউর রহমান মল্লিক |
Song Writer | মতিউর রহমান মল্লিক |
যখন পথের দিশা দিয়েছ খোদা
তখন বিপথে তুমি নিও না
যেই পথ কুরআনের
যেই পথ রাসূলের
সেই পথ ছেড়ে যেতে দিও না ॥
ঈমান যখন দিয়েছ খোদা
উমরের মতো দাও
বিনিময়ে তার যদি নিতে চাও
জীবন নিয়ে নাও
এই তো আমার পরম চাওয়া
তাগুতের পথে তবু নিও না ॥
ঈমানের পথ কাঁটায় ভরা
ফুল বিছানো নয়
জেনেছি যখন ধৈর্য তখন
দাও গো দয়াময়
এই তো আমার পরম চাওয়া
বাতিলের পথে তবু নিও না ॥