মোহররমের চাঁদ এল ঐ লিরিক্স | Moharramer Chad Elo Oye Lyric

মোহররমের চাঁদ এল

মোহররমের চাঁদ এলো ঐ

Singer খালিদ হোসেন
Tune কাজী নজরুল ইসলাম
Song Writer কাজী নজরুল ইসলাম

 

মোহররমের চাঁদ এলো ঐ কাঁদাতে ফের দুনিয়ায়।
ওয়া হোসেনা ওয়া হোসেনা তারি মাতম শোনা যায়।।

কাঁদিয়া জয়নাল আবেদীন বেহোশ হল কারবালায়
বেহেশ্‌তে লুটিয়ে কাঁদে আলী ও মা ফাতেমায়।।

কাশেমের ঐ লাশ লয়ে কাঁদে বিবি সাকিনা।
আস্‌গরের ঐ কচি বুকে তীর দেখে কাঁদে খোদায়।।

কাঁদে বিশ্বের মুসলিম আজি গাহে তারি মর্সিয়া
ঝরে হাজার বছর ধরে অশ্রু তারি শোকে হায়।।

English Version

The moon of Moharram came to the world to cry again.
Wa Hossain wa Hossain Mourning is heard.

Crying Zainal Abedin fainted in Karbala
Ali and mother Fatima cried in heaven.

Bibi Sakina cries with Kashem’s dead body.
Seeing the arrow in that little chest of Asgar, God cries.

The world’s Muslims are crying.
Tears have been shed for thousands of years.

Leave a Comment