মোরা একটি ফুলকে বাঁচাবো লিরিক্স । Mora Ekti Fulke Bachabo Bole Lyrics

মোরা একটি ফুলকে বাঁচাবো

মোরা একটি ফুলকে বাঁচাবো

Singer আপেল মাহমুদ
Tune আপেল মাহমুদ
Song Writer গোবিন্দ হালদার

মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি
মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি ॥

যে মাটির চির মমতা আমার অঙ্গে মাখা
যার নদী জল ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা
যে দেশের নীল অম্বরে মন মেলেছে পাখা
সারাটি জীবন সে মাটির গানে
বক্ষ ভরি ॥

মোরা নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি
মোরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি
মোরা একখানা ভালো ছবির জন্য যুদ্ধ করি
মোরা সারা বিশ্বের শান্তি বাঁচাতে
আজকে লড়ি ॥

Visit

Leave a Comment