মেহেদির রঙে রঙে রাঙা রাঙা হাত লিরিক্স – Mehedir Ronge Ronge Lyrics

 

মেহেদির রঙে রঙে রাঙা রাঙা হাত

মেহেদির রঙে

Singer সাইমুম শিল্পীগোষ্ঠী
Tune গোলাম মাওলা
Song Writer জাকির আবু জাফর

মেহেদির রঙে রঙে রাঙা রাঙা হাত
আনন্দে আঁখি মেলে হলুদিয়া রাত
আজ দিকে দিকে ভাসে খুশি খুশি মন
নতুন আশায় দোলে নতুন জীবন ॥

আস আস যত আছ বাগানের ফুল
সৌরভ ঢেলে ঢেলে ভাসাও দুকূল
আজ ধুয়ে মুছে যাক কলুষিত মন
আজ সুখে সুখী হোক নতুন ভুবন ॥

আজ বর সেজে আসে বধূর বাড়ি
তাই বুঝি সুখে ওড়ে বিয়ের শাড়ি
চোখে চোখে উড়ে যায় স্বপনের দিন
স্বপ্নেরা বাসা বেঁধে ওড়ায় সুদিন ॥

[বিয়ের গান]

Leave a Comment