মা তোমার মুখের হাসি লিরিক্স – Ma Tomar Mukher Hashi Lyrics

 

মা তোমার মুখের হাসি

মা তোমার মুখের হাসি

Singer সাইফুল্লাহ মানছুর
Tune মশিউর রহমান
Song Writer জাকির আবু জাফর

মা তোমার মুখের হাসি চাঁদের হাসির মতো
মা তুমি লুকিয়ে ফেল বুকের ভেতর
দুঃখ শত শত ॥

তুমি যখন হাসো ও মা
চাঁদের চেয়ে তিলোত্তমা
তোমার মুখে সুখের বৃষ্টি
ঝরে অবিরত ॥

ওমা যখন কাঁদো তুমি
কাঁদে যেন বিশ^ভূমি
কে আর হবে তোমার মতো
দুখের ভারে নত ॥

সবাই যখন ভুলে থাকে
আশা জাগে তোমার ডাকে
তোমার বুকে রেখে মাথা
দুঃখ ভুলি যত ॥

[Similar]

Leave a Comment