মা তোমার মুখের হাসি
Singer | সাইফুল্লাহ মানছুর |
Tune | মশিউর রহমান |
Song Writer | জাকির আবু জাফর |
মা তোমার মুখের হাসি চাঁদের হাসির মতো
মা তুমি লুকিয়ে ফেল বুকের ভেতর
দুঃখ শত শত ॥
তুমি যখন হাসো ও মা
চাঁদের চেয়ে তিলোত্তমা
তোমার মুখে সুখের বৃষ্টি
ঝরে অবিরত ॥
ওমা যখন কাঁদো তুমি
কাঁদে যেন বিশ^ভূমি
কে আর হবে তোমার মতো
দুখের ভারে নত ॥
সবাই যখন ভুলে থাকে
আশা জাগে তোমার ডাকে
তোমার বুকে রেখে মাথা
দুঃখ ভুলি যত ॥
[Similar]