মা জননী জনম জনম ধরে লিরিক্স – Jonom Jonom Dhore Lyrics

মা জননী জনম জনম ধরে

মা জননী জনম জনম ধরে

Singer চৌধুরী গোলাম মাওলা
Tune চৌধুরী গোলাম মাওলা
Song Writer চৌধুরী গোলাম মাওলা

মা জননী জনম জনম ধরে
এই পৃথিবীর পরে
আমার আপন ঠিকানা মা
তুমি আমার মা
মা জননী, মাগো আমার মা ॥

গর্ভধারিণী, স্তন্যদায়িনী
স্নেহ-ব্যাকুল, লালনকারিণী
তুমি আমার মা
মা জননী, মাগো আমার মা

গ্রীষ্ম-বরষা কিংবা শীতে
দুঃখ বিপাকে কাতর নিশীথে
সুখে বিসুখে আদরে যতনে
দিয়েছিলে ঠাঁই তোমার বুকেতে
শৈশবে ছিল সেই তো আমার সুখের বিছানা
মা জননী, মাগো আমার মা ॥

নাওনি কিছুই দিয়েছ শুধু
জীবন গড়লে ঢেলেছো মধু
জীবনে মরণে করেছো ঋণী মা
কানাকড়ি যার শুধিতে পারি না।

কৈশোরে তুমি মিষ্টি শাসনে
যৌবনে দিলে সাহস যোগায়ে
সংসার ঘর দিলে গুছায়ে
আজও মাগো আমি তোমার খোকা যে
নিতে দাও বুকে বেহেশ্ত আমার
তোমার দুখানি পা
মা জননী, মাগো আমার মা ॥

[Similar]

Leave a Comment