মায়ের মতো আপন কেহ নাই লিরিক্স – Mayer Moto Apon Keho Nai Lyrics

 

মায়ের মতো আপন কেহ নাই রে

মায়ের মতো আপন কেহ নাই

Singer রোমানা ইসলাম
Tune খান আতাউর রহমান
Song Writer খান আতাউর রহমান

মায়ের মতো আপন কেহ নাই রে
মায়ের-মতো আপন কেহ নাই
মা জননী নাই রে যাহার
ত্রিভুবনে তাহার কেহই নাই রে ॥

এই দুনিয়ায় নয়ন মেলে
মা গো তোমায় দেখেছি
তোমার বুকে হেসে খেলে
তোমার কথাই শিখেছি
তাই তো বলি তোমার মতো
দরদি কেউ নাই মা গো
তোমার মতো আপন কেহ নাই ॥

আমি আঘাত পাইলে তোমার
চোখে নামে পানি
সেই পানিতে ধুয়ে মা গো
কোলেতে লও টানি।

তুমি যেদিন থাকবে না মা
সেদিন আমার হবে কী
সুখে থাকি দুখে থাকি
কাহার আসবে-যাবে কী
তাই তো বলি
তোমার মতো দরদি কেউ নাই মা গো
তোমার মতো আপন কেহ নাই ॥

Leave a Comment