মায়ের মতন এমন আপন
Singer | নওশাদ মাহফুজ |
Tune | লিটন হাফিজ চৌধুরী |
Song Writer | জাকির আবু জাফর |
মায়ের মতো এমন আপন
কেউ হবে না আর
কেউ নেবে না নিজের বুকে
এত দুখের ভার ॥
তিলে তিলে সোহাগ ঢেলে
মানুষ করে মা
হাজার কষ্ট থাকে তবু
দুঃখ থাকে না
মায়ের এমন ভালোবাসার
নেই তুলনা আর ॥
মাকে ছাড়া কে পেয়েছে
এই জীবনের সুখ
কে দেখেছে আলো বাতাস এই
পৃথিবীর মুখ
মায়ের কাছে ঋণী থাকে
জগৎ সংসার ॥
[Similar]