মায়ের মতন এমন আপন লিরিক্স | Mayer Moton Emon Apon Lyrics

 

মায়ের মতন এমন আপন

Singer নওশাদ মাহফুজ
Tune লিটন হাফিজ চৌধুরী
Song Writer জাকির আবু জাফর

মায়ের মতো এমন আপন
কেউ হবে না আর
কেউ নেবে না নিজের বুকে
এত দুখের ভার ॥

তিলে তিলে সোহাগ ঢেলে
মানুষ করে মা
হাজার কষ্ট থাকে তবু
দুঃখ থাকে না
মায়ের এমন ভালোবাসার
নেই তুলনা আর ॥

মাকে ছাড়া কে পেয়েছে
এই জীবনের সুখ
কে দেখেছে আলো বাতাস এই
পৃথিবীর মুখ
মায়ের কাছে ঋণী থাকে
জগৎ সংসার

[Similar]

Leave a Comment