মায়ের জন্য ফেরদৌস আমি চাই লিরিক্স – Mayer Jonno Firdaus Lyrics

 

মায়ের জন্য ফেরদৌস আমি চাই

মায়ের জন্য ফেরদৌস আমি চাই

Singer মশিউর রহমান
Tune মশিউর রহমান
Song Writer গোলাম মোহাম্মদ

মায়ের জন্য ফেরদৌস আমি চাই
বেহেশতে যেন মায়ের দেখা পাই ॥

মায়ের ছায়া ফুরিয়ে যদি যায়
কেমন করে বাঁচব আমি হায়
সেই দুনিয়ায় ক্যামনে রবো
যেখানে নেই মা যে ॥

হৃদয় দিয়ে খোদার কাছে বলি
মায়ের কথার মতন যেন চলি
কোনো কষ্ট দেই না যেন
আমার প্রিয় মাকে।

দুহাত ভরে মায়ের দোয়া চাই
পায়ের নিচের বেহেশত যেন পাই
মায়ের জন্য দোয়া করি
আমি সকল কাজে ॥

[Source]

Leave a Comment