মায়ের জন্য ফেরদৌস আমি চাই
Singer | মশিউর রহমান |
Tune | মশিউর রহমান |
Song Writer | গোলাম মোহাম্মদ |
মায়ের জন্য ফেরদৌস আমি চাই
বেহেশতে যেন মায়ের দেখা পাই ॥
মায়ের ছায়া ফুরিয়ে যদি যায়
কেমন করে বাঁচব আমি হায়
সেই দুনিয়ায় ক্যামনে রবো
যেখানে নেই মা যে ॥
হৃদয় দিয়ে খোদার কাছে বলি
মায়ের কথার মতন যেন চলি
কোনো কষ্ট দেই না যেন
আমার প্রিয় মাকে।
দুহাত ভরে মায়ের দোয়া চাই
পায়ের নিচের বেহেশত যেন পাই
মায়ের জন্য দোয়া করি
আমি সকল কাজে ॥
[Source]