মায়ের একধার দুধের দাম
Singer | ফকির আলমগীর |
Song Writer | ফকির আলমগীর |
মায়ের একধার দুধের দাম,
কাটিয়া গায়ের চাম,
পাপোস বানাইলেও ঋণের শোধ হবে না,
এমন দরদি ভবে,
কেউ হবে না আমার মাগো ॥
পিতা আনন্দে মাতিয়া
সাগরে ভাসাইয়া আআআ
সেই যে চইলা গেল
ফিরা আইলো না
মায়ে ধরিয়া জঠরে
কত কষ্ট করে
দশ মাস দশ দিন পরে পেল বেদনা
এমন দরদি ভবে,
কেউ হবে না আমার মাগো ॥
ওরে প্রসবের কী ব্যথা
মা জানে সে কথা
মরিয়াও যেন মায়ের মরণ হইল না
মায়ে হেকিয়া সন্তানের দায়
অকালে মা প্রাণ হারায়
কেনো সে মায়ের ভক্তি রাখো না
এমন দরদি ভবে,
কেউ হবে না আমার মাগো ॥