মালিক তুমি জান্নাতে লিরিক্স – Malik Tumi Jannate Lyrics

 

মালিক তুমি জান্নাতে

মালিক তুমি জান্নাতে

Singer মশিউর রহমান
Tune আবুল আলা মাসুম
Song Writer আবুল আলা মাসুম

মালিক তুমি জান্নাতে
তোমার কাছে আমায়
একটি ঘর বানিয়ে দিও
সে বিভীষিকাময় মহাদিনে
তোমার প্রতিবেশী করে নিও ॥

যে দিন কেহ আসবে না কারো কোনো কাজে
যে দিন পাপী পাপের বোঝায় মরবে লাজে
পুলসিরাত পার হতে গিয়ে
পিছলে যাবে কত পথিক
আবার কেহ পুণ্য নিয়ে
পার হয়ে যাবে ঠিক ঠিক
সে মহাদিনে মহাক্ষণে
পার করে তুমি নিও ॥

তুমি দিও হাউজে কাওসারের পাশে স্থান
দিও তুমি শীতল আরশের নিচে সম্মান
প্রিয় নবিজির প্রিয় উম্মত
উৎড়ে যাবে মহা বিচার
পরম আনন্দে জান্নাতে
সাজাবে নবসংসার
সে মহানন্দে জান্নাতে
নবির পাশে জায়গা দিও ॥

[Similar]

Leave a Comment