মালিক তুমি জান্নাতে
Singer | মশিউর রহমান |
Tune | আবুল আলা মাসুম |
Song Writer | আবুল আলা মাসুম |
মালিক তুমি জান্নাতে
তোমার কাছে আমায়
একটি ঘর বানিয়ে দিও
সে বিভীষিকাময় মহাদিনে
তোমার প্রতিবেশী করে নিও ॥
যে দিন কেহ আসবে না কারো কোনো কাজে
যে দিন পাপী পাপের বোঝায় মরবে লাজে
পুলসিরাত পার হতে গিয়ে
পিছলে যাবে কত পথিক
আবার কেহ পুণ্য নিয়ে
পার হয়ে যাবে ঠিক ঠিক
সে মহাদিনে মহাক্ষণে
পার করে তুমি নিও ॥
তুমি দিও হাউজে কাওসারের পাশে স্থান
দিও তুমি শীতল আরশের নিচে সম্মান
প্রিয় নবিজির প্রিয় উম্মত
উৎড়ে যাবে মহা বিচার
পরম আনন্দে জান্নাতে
সাজাবে নবসংসার
সে মহানন্দে জান্নাতে
নবির পাশে জায়গা দিও ॥
[Similar]