মাঠ ভরা ওই সবুজ দেখে লিরিক্স । Math Vora Oi Sobuj Dekhe Lyrics

মাঠ ভরা ওই সবুজ দেখে

মাঠ ভরা ওই সবুজ

Singer মশিউর রহমান
Tune মতিউর রহমান মল্লিক
Song Writer মতিউর রহমান মল্লিক

মাঠ ভরা ওই সবুজ দেখে
নীল আকাশে স্বপ্ন এঁকে
যার কথা মনে পড়ে
সে যে আমার পালনেওয়ালা ॥

ঐ যে পাখি মেললো পাখা
কোন অজানার পথে একা
ও যেন স্বপ্ন দেখা
ও যেন কাব্য লেখা
যার প্রেমে সুরে সুরে
সে যে আমার পালনেওয়ালা ॥

ঐ যে দূরে মেঘের ভেলা
জোনাক জোনাক তারার মেলা
ও যেন শিল্পপুরী
কী মধুর মরি! মরি!
যার ছোঁয়া লেগে ওরে
সে যে আমার পালনেওয়ালা ॥

ঐ যে অলি ফুলের কানে
বললো কথা গানে গানে
আহা রে জুড়িয়ে গেল
বেদনা ভুলিয়ে গেল
যার স্বরলিপি পড়ে
সে যে আমার পালনেওয়ালা ॥

[Similar]

Leave a Comment