মাটির পিঞ্জিরায় সোনার ময়নারে
Singer | Ashik |
Singer | শাহ আব্দুল করিম |
Song Writer | শাহ আব্দুল করিম |
আমার
মাটির পিঞ্জিরায় সোনার ময়নারে
তোমারে পুষিলাম কত আদরে।
তুমি আমার আমি তোমার এই আশা করে
তোমারে পুষিলাম কত আদরে
কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি
কেন পিঞ্জিরার সনে তোমার পিরিতি
আসা-যাওয়া দিবারাত্রি ঘরে বাহিরে
তোমার ভাবনা আমি ভাবি নিশিদিন
দিনে দিনে পিঞ্জিরা মোর হইল মলিন
পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাইবে উড়ে
আব্দুল করিম বলে ময়না তোমারে বলি
তুমি গেলে হবে সাধের পিঞ্জিরা খালি
কে শোনাবে মধুর বুলি বলো আমারে
মাটির পিঞ্জিরায় সোনার ময়নারে
তোমারে পুষিলাম কত আদরে।
তুমি আমার আমি তোমার এই আশা করে
তোমারে পুষিলাম কত আদরে
English Version
Matir pinjiray sunar moynare
tomare pusilam koto adore
tumi amar ami tumar ei asha kore
tomare pusilam koto adore
[similar]