মাটির দেহ মাটি খাবে লিরিক্স – Matir deho Mati khabe Lyrics

 

মাটির দেহ মাটি খাবে

মাটির দেহ মাটি খাবে

Singer Abu Ubayda
Tune Abu Ubayda
Song Writer Abu Ubayda

এই মাটির দেহ মাটি খাবে
কিসের বড়াই তা নিয়ে
হায়রে
এই মাটির দেহ মাটি খাবে
কিসের বড়াই তা নিয়ে।
এই রূপ লাবণ্য
ধন ও দৌলত
কি লাভ হবে তা দিয়ে! ঐ

মা বাবা ভাই বোন কি আত্মীয় -স্বজন
দেখো তোমার পূর্বের আছে কজন।
তাদের ছিলো শক্তি বা বাহাদুরী
কোথায় গেলো সে সকল আয়োজন
এমনি করে যাবে চলে
রবে না কেহ ডানে বাঁয়ে।।

নাফরমানির সব ক’টা দরজাতে
কড়া নেড়েছো মোন চাহি অজুহাতে
মন্দকাজে সবার আগে ছিলে তুমি
খোদার ডর ভয় ছিলো না তোমার দিলে
এমন জীবন
হইলে মরণ
পুড়বে কব রে গিয়ে

[Similar]

Leave a Comment